বিশ্বকাপে টানা খেলা ভাবাচ্ছে না মোস্তাফিজকে
জাতীয় দলের সতীর্থদের বেশির ভাগই খেলছেন সুপার লিগে। তামিম, মুশফিকদের মতো কেউ কেউ নিজেদের ঝালিয়ে নিচ্ছেন অনুশীলনে। মোস্তাফিজুর রহমানেরও সেটা ছাড়া উপায় নেই, বাঁ পায়ের গোড়ালির ব্যথায় আপাতত মাঠের বাইরে। হালকা অনুশীলন অবশ্য করছেন, আজ মিরপুরে জিম শেষেই বললেন চোটটা গুরুতর নয়। সামনে যেন চোটে না পড়েন, সেই চেষ্টা করবেন বলেও জানালেন।
এমনিতে কথা বলেন খুবই কম। সংবাদমাধ্যমের সামনেও মুখ খোলেন কদাচিৎ। আজও খুব বেশি কিছু বললেন না। বিশ্বকাপে এবারই প্রথম, তবে সেটা নিয়ে তেমন একটা উচ্ছ্বাস নেই। শুধু ছোট্ট করে বললেন,‘এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। এটা প্রথম বিশ্বকাপ।’ নিজের লক্ষ্য নিয়েও খুব একটা উচ্চাশা নেই, ‘সব সময়ই তো বেশি ছিল (দায়িত্ব)। সবাই আশা করে বলেই দায়িত্ব বেশি। চেষ্টা করি, সবাই আশা করে, নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়, সেটা চেষ্টা করি।’
আপাতত মোস্তাফিজকে চোটই বেশি ভাবাচ্ছে। শাইনপুকুরের হয়ে সুপার লিগের একটি মাত্র ম্যাচই খেলেছিলেন, তিন উইকেটও পেয়েছিলেন। কিন্তু সেই ম্যাচেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান সপ্তাহ দুয়েকের মধ্যে। আপাতত সেই চোট থেকে ফিরে সুস্থ হতে চান, ‘বিরতি দিয়ে দিয়ে খেলা (বিশ্বকাপে)। টানা খেলা নেই। আহামরি কিছু হওয়ার কথা না। ইনজুরি তো বলে–কয়ে আসে না। যেকোনোভাবে লাগতে পারে। সবার সুস্থ থাকাটাই বড় কথা। ‘আমি চেষ্টা করছি ইনজুরি যেন না হয়। এখন ভালো আছি’।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিটা রীতিমতো দুঃস্বপ্নের কেটেছিল মোস্তাফিজের। ৪ ম্যাচে বল করে একটি মাত্র উইকেট পেয়েছিলেন, ওভারপ্রতি রানও দিয়েছিলেন ছয়ের বেশি। এবার বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ আছে। সেটি নিয়েই বেশি ভাবতে চান,‘বিশ্বকাপের আগে ৪ ম্যাচে আছে আয়ারল্যান্ডে। ওটাই আগে ভাবা উচিত। ওখানে ভালো করতে পারলে মনে হয় বিশ্বকাপে আমাদের জন্য ভালো হবে।’
মোস্তাফিজের নিজের জন্যও এবারের বিশ্বকাপটা অনেক কিছু প্রমাণ করার। ২০১৫ সালে ধুমকেতুর মতো অভিষেকের সেই বছরের ফর্ম জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি। বিশেষ করে এশিয়ার বাইরে মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে এখনও আছে প্রশ্ন। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে তিন ম্যাচে চার উইকেট পেয়েছিলেন। তার ওপর শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা লিখিয়েছিলেন। বিশ্বকাপে আগের সেই ফর্ম না হোক, তার কাছাকাছি অন্তত কিছু ‘ফিজের’ কাছ থেকে চাইবে বাংলাদেশ।