• লা লিগা
  • " />

     

    মোরাতার ঘাড়ে 'টোকা' দেওয়ার শাস্তি পাচ্ছেন রেফারি?

    মোরাতার ঘাড়ে 'টোকা' দেওয়ার শাস্তি পাচ্ছেন রেফারি?    

    এইবারের বিপক্ষে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারো মোরাতার ঘাড়ে টোকা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। লা লিগার রেফারি হাভিয়ের আলবেরোলা রোহাসের উপর ভীষণ চটেছিলেন মোরাতা ও অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। ওই ঘটনায় হয়তো এবার ছোটখাটো একটা ‘শাস্তি’ পাচ্ছেন রোহাস। লিগের ৩৫ তম রাউন্ডের ম্যাচে তাকে কোন ম্যাচ দেয়নি লিগ কর্তৃপক্ষ।

    ম্যাচের তখন ৯৩ মিনিট। তর্কের এক পর্যায়ে মোরাতার ঘাড়ে আলতোভাবে টোকা দেন রেফারি। এতে যারপরনাই চটেছিলেন মোরাতা। ম্যাচের পর সিমিওনে বলেছিলেন, এরকম কাজ তিনি করলে তো তাকে নিষেধাজ্ঞা দেওয়া হতো! মোরাতার সতীর্থ কোকেও বলেছিলেন, রেফারির এমন কান্ডে খুবই বিরক্ত ছিলেন দলের সবাই।  

     

     

    শেষ পর্যন্ত ওই ঘটনার জেরে ছোটখাটো একটা শাস্তি পাচ্ছেন ২৭ বছর বয়সী রেফারি রোহাস। লা লিগার ৩৫ তম রাউন্ডের কোন ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি তাকে। এর আগে ৩৪ তম রাউন্ডেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

    রেফারির এমন ‘শাস্তি’ নিয়ে অবশ্য মুখ খোলেননি মোরাতা কিংবা অ্যাটলেটিকোর কেউ।