ভারতের পেসাররাই পার্থক্য গড়ে দেবে: ভাস
ব্যাটিংটা বরাবরই ভারতের মূল শক্তি। গত কয়েক বছরে ব্যাটিংয়ের সাথে জ্বলে উঠেছে ভারতের বোলাররাও। বিশেষ করে দলের জয়ে পেসাররা নিয়মিত ভূমিকাই রাখছেন। সাবেক বিশ্বকাপজয়ী শ্রীলংকান পেসার চামিন্দা ভাস ও স্পিনার রঙ্গনা হেরাথ বলছেন, ভারতের বোলাররা বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করে পার্থক্য গড়ে দেবে।
মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহদের মতো পেসারদের সাথে আছেন কূলদীপ যাদব ও যুজভেন্দ্র চাহালদের মতো স্পিনাররা। কোহলি-রোহিত-ধাওয়ানদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের সাথে ভারতের বোলিং লাইনআপটা দলে ভারসাম্য আনে, বলছেন ভাস, ‘গত দুই-তিন বছরে ওয়ানডে ভারত আধিপত্য বিস্তার করে আসছে। তাদের পেস আক্রমণটা দুর্দান্ত, তারা বিশ্বকাপেও দারুণ কিছু করবে। এই দলে ভালো ব্যাটসম্যানের সাথে ভালো বোলার আছে, ভারসাম্যটাও খুব ভালোভাবেই আছে তাই। আমার মতে, ভারত নিশ্চিতভাবেই সেমিতে খেলবে।’
এদিকে হেরাথ বলছেন, শুধু পেসাররা না, কূলদীপ-চাহাল স্পিন জুটিও ভোগাবে প্রতিপক্ষকে, ‘স্পিনাররা হয়ত একটু বেশি রান দেবে, তবে তারা উইকেটও পাবে। এজন্যই ভারত স্পিনার নিয়েছে বেশ কয়েকজন। বিশেষ করে কূলদীপ ও চাহাল খুবই কার্যকরী হবে ইংলিশ কন্ডিশনে।’
শুধু ভারত নয়, সব দলের স্পিনাররাই ইংল্যান্ডে বাড়তি সুবিধা পাবে বলে বিশ্বাস হেরাথের, ‘টুর্নামেন্ট যত সামনের দিকে গড়াবে, স্পিনাররা ততোই পিচ থেকে সাহায্য পাবে। পিচ যথেষ্ট ড্রাই থাকবে অনেক জায়গাতেই। একটা সময় স্পিনাররাই বড় পার্থক্য গড়ে দিতে পারে।’