নিউজিল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না আইপিএল: স্টেড
বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক মাসের একটু বেশি। এই মাসের ১৫ তারিখ থেকে অনুশীলনও শুরু করেছে নিউজিল্যান্ড। তবে প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় ধাপেও আইপিএলের কারণে দলের সাথে যোগ দিতে পারেননি গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা থাকছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসে হতে যাওয়া তিনটি আনঅফিশিয়াল ওয়ানডেতেও। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড অবশ্য বলছেন, প্রস্তুতি ক্যাম্প ও ম্যাচ মিস করলেও বিশ্বকাপে কোন সমস্যা হবে না কিউইদের।
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছিল কিউইরা। ২ এপিল স্কোয়াড ঘোষণার পরেই স্টেড জানিয়েছিলেন, ১৫ এপ্রিল থেকে শুরু হবে তিন ধাপের প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পের শুরু থেকেই নেই অধিনায়ক কেন উইলিয়ামসনসহ দলের মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটার। ৫,৭ ও ৯ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচেও তারা থাকছেন না আইপিএলের কারণে।
স্টেড অবশ্য আইপিএলের কারণে ক্যাম্প, ম্যাচ মিসে সমস্যা দেখছেন না, ‘এটায় কোন সমস্যাই নেই। তারা ক্যাম্পে না থাকলেও খেলার মাঝেই আছে। তারা পেশাদার ক্রিকেটার, নিজেদের মতো করেই প্রস্তুতিটা নিচ্ছে। তারা জানে কী করতে হবে। আইপিএলের কারণে এমনটা যে হবে সেটা আগেই জানা ছিল। তাই যারা দেশে আছে তাদের নিয়েই আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি।’
আইপিএলে অবশ্য কিউই ক্রিকেটারদের সময়টা খুব ভালো যাচ্ছে না। অধিনায়ক উইলিয়ামসন খেলেছেন মাত্র চার ম্যাচ, করেছেনে ২৮ রান। মিচেল স্যান্টনার, কলিন মানরো, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম ও টিম সাউদিরাও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। এদিকে মার্টিন গাপটিল তো এখনো মাঠেই নামেননি।
পুরো শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসের তিন ম্যাচে নেতৃত্ব দেবেন টম লাথাম। তরুণদের নিয়ে ভালো একটা লড়াইয়ের অপেক্ষায় আছেন তিনি, ‘অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ এটা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। দলের সিনিয়র সদস্যরা থাকলে ভালো হতো। তবে তারা পেশাদার, ভালোভাবেই জানে কীভাবে প্রস্তুতি নিতে হবে ম্যাচ না খেলেও।’