• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    "স্মিথ-ওয়ার্নার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে"

    "স্মিথ-ওয়ার্নার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে"    

    দীর্ঘ এক বছর জাতীয় দলের হয়ে খেলেননি দুইজন। স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে। স্কোয়াডে থাকা অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস বলছেন, ২০১৫ বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটারের উপস্থিতি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।

    বিশ্বকাপের আগে টানা আট ওয়ানডেতে জিতেছে অস্ট্রেলিয়া। এর সাথে স্মিথ-ওয়ার্নারের ফেরা দলকে খুবই আত্মবিশ্বাসী করে তুলছে, বিশ্বাস স্টোয়নিসের, ‘তাদের দুইজনের ফেরা দলের জন্য দারুণ খবর। গত তিন মাসে আমরা টানা কিছু ম্যাচ জিতেছি। ঘরের বাইরে টানা আট ম্যাচ জেতা সহজ কাজ না। সেটা যদি হয় বিশ্বকাপের আগে, তাহলে তো কথাই নেই! সব মিলিয়ে দল দারুণ আত্মবিশ্বাসী। এখন আমদের যে দলটা বিশ্বকাপে যাবে, সেটা ট্রফি জয়ের জন্য উপযুক্ত।’

    গর দুই বছর অস্ট্রেলিয়ার সময়টা একদমই ভালো যাচ্ছিল না। ২৮ ম্যাচে মাত্র চারটিতে জিতেছিল তারা। এরপর হুট করেই একের পর এক ম্যাচ জিততে শুরু করে অস্ট্রেলিয়া। স্টোয়নিস বলছেন, রাতারাতি কিছু বদলায়নি দলের, ‘বাইরে থেকে মনে হতে পারে রাতারাতি সব বদলে গেছে। আসলে তেমনটা হয়নি, ছোটখাটো বেশ কিছু ব্যাপার বদলানোতেই এমনটা হয়েছে। আমরা নিজেদের হার থেকে শিখেছি। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে। আমাদের মাঝে সেই বিশ্বাসটা ফেরত এসেছে যে আমরাও জিততে পারি।’

     

     

    আইপিএলেই বিশ্বকাপের প্রস্তুতিটা সারছেন স্টোয়নিস, ‘ওয়ানডেতে আমি মিডল অর্ডারে খেলব। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএলের চেয়ে ভালো মঞ্চ আর নেই। এখানে দলে আমার যে ভূমিকা, বিশ্বকাপেও খুব একটা বদলাবে না। আমার সাথে ম্যাক্সওয়েলও থাকবেন।’