• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফিলিক্স, ভারানকে চান রোনালদো; রিয়ালেই আসছেন পগবা, হ্যাজার্ড?

    ফিলিক্স, ভারানকে চান রোনালদো; রিয়ালেই আসছেন পগবা, হ্যাজার্ড?    

    জুভেন্টাসকে খোলনলচে বদলানোর আহবান রোনালদোর

    প্রথম মৌসুমে সিরি আ এবং ইতালিয়ান সুপারকাপ জিতলেও চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তার দল। আগামী মৌসুমের আগে তাই জুভেন্টাসের দলে একাধিক পরিবর্তন চাইছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জানিয়েছে টুট্টোস্পোর্ট। ক্লাবের হর্তাকর্তাদের এখন পর্যন্ত ৬জন ফুটবলারের নাম জানিয়েছেন রোনালদো, যাদের আগামী মৌসুমে তুরিনে দেখতে চান তিনি। লিস্টে আছেন রোনালদোর সাবেক সতীর্থ ইস্কো এবং রাফায়েল ভারান।

    স্বদেশী এবং হালের নতুন 'সেনসেশন' হোয়াও ফিলিক্সকেও দলে চান রোনালদো। ফিওরেন্তিনার ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসার কথাও বলেছেন তিনি। রক্ষণ আরও শক্তিশালী করতে রোমার কস্তাস মানোলাস নামও আছে রোনালদোর লিস্টে। ৬জনের মধ্যে ভারান, ইস্কোর ক্লাব ছাড়ার গুঞ্জন ছড়াচ্ছে বেশ। শেষ পর্যন্ত হয়তো রোনালদোর সাথেই মাঠে দেখা যেতে পারে তাদের।

    রিয়ালেই যাচ্ছেন পগবা, হ্যাজার্ড?

    শীর্ষ চারের লড়াইয়ে আর্সেনাল এবং টটেনহাম হটস্পারের চেয়ে অনেকটাই পিছিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। ইংলিশ দুই দলের হতাশা রিয়ালের জন্য হতে পারে সুসংবাদ। কারণ পল পগবা এবং এডেন হ্যাজার্ডের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে প্রতিদিন। ছেলেবেলার 'আইডল' জিনেদিন জিদানের অধীনে খেলতে মুখিয়ে আছেন দুজনই, জানিয়েছে গার্ডিয়ান।

    ওলে গানার সোলশার আসার পর দারুণ ফর্মে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে বেশ বিবর্ণ পগবা। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারলে ইউনাইটেডকে বিদায় জানাবেন তিনি, জানিয়েছে ডেইলি মেইল। রিয়ালও বসে নেই, পগবার এজেন্ট মিনো রাইওলার সাথে চুক্তির কথাবার্তা চালাচ্ছে রিয়াল। দলবদলে খেলোয়াড় নিতে নিষেধাজ্ঞাধীন চেলসি ছেড়ে হ্যাজার্ডের রিয়ালে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে।

     

     

    সিটি ছাড়তে চান মাহরেজ, আসছেন রদ্রি?

    গত বছর নিজেদের ট্রান্সফার রেকর্ড ভেঙ্গে প্রায় ৭০ মিলিয়ন ইউরোতে রিয়াদ মাহরেজকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। বছরখানেক পরও পেপ গার্দিওলার মূল একাদশে জায়গা পাকা করতে পারেননি আলজেরিয়ান ফরোয়ার্ড। খেলার সুযোগের অভাবে অনুশীলনেও অভিযোগ করেছেন তিনি। সুযোগ না পেলে সামনেই ক্লাব ছাড়ারও কথা বলেছেন মাহরেজ।

    আক্রমণে মাহরেজ, সানেদের দলে নিলেও মিডফিল্ডার তেমন দলে নেয়নি সিটি। মাঝমাঠের 'ফালক্রাম' ফার্নান্দিনহো ক্যারিয়ারের গোধূলিবেলায় চলে আসায় তার বদলি নিয়েও ভাবছে সিটি। গার্দিওলার প্রথম পছন্দ অ্যাটলেটিকো মাদ্রিদের রদ্রি। তাকে দলে নিতে প্রয়োজনে আবারও ট্রান্সফার রেকর্ড ভাঙ্গতে পারে সিটি, জানিয়েছে ডেইলি মেইল।

    বার্সা ছাড়তে চান ম্যালকম 

    গত মৌসুমে তার রোমার যোগ দেওয়া সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিছুটা আকস্মিকভাবেই রোমাকে ফিরিয়ে দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম যোগ দিলেন বার্সেলোনায়। প্রায় এক বছর পর বার্সার জার্সিতে নিজেকে একেবারেই প্রমাণ করতে পারেননি তিনি। এই মৌসুমে মাত্র ৩বার বার্সার মূল একাদশে সুযোগ পেয়েছেন তিনি। সেজন্যই আগামী গ্রীষ্মে বার্সা ছাড়তে চান ম্যালকম।

     

     

    স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ম্যালকমকে দলে চাননি বার্সা কোচ এর্নেস্তো ভালভার্দে। আগামী মৌসুমেও ভালভার্দের প্ল্যানে নেই ম্যালকম, জানিয়েছে এএস। সেজন্যই ক্লাব ছাড়তে চান ম্যালকম। তাকে দলে নিতে চায় আর্সেনাল এবং এসি মিলান।