ইনজুরি নিয়ে বিশ্বকাপ খেলতে চাননি নারাইন
শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিন বছর আগে, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই বছর আগে। এতদিন দলের বাইরে থাকলেও সুনীল নারাইনের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ক্ষীণ একটা আশা বেঁচেই ছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে নেই নারাইন। স্কোয়াড ঘোষণার পর নারাইন বলছেন, জাতীয় দলেই তার মনটা পড়ে আছে। তবে ইনজুরি নিয়ে বিশ্বকাপ খেলতে চাননি তিনি নিজেই।
২০১৬ সালের অক্টোবরের পর ওয়ানডে জার্সি গায়ে আর দেখা যায়নি নারাইনকে। ২০১৭ সালের সেপ্টেম্বরে শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়ে বেশ কয়েজন সিনিয়র ক্রিকেটারদের সাথে তাকেও দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছে। কয়েক মাস আগে অবশ্য আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন নারাইন। আইপিএলের পর তাকে বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছিল।
কিছুদিন আগে বড় রদবদল এসেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডে। অনেকেই তাই ধারণা করেছিলেন, বিশ্বকাপে ফিরতে পারেন সিনিয়র অনেক ক্রিকেটারই। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল দলে ফিরলেও ফেরা হয়নি কাইরন পোলার্ড ও নারাইনের। বিশ্বকাপে খেলতে না পেরে হতাশ নারাইন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে খুব মিস করি, ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করাও। আমার মনটা সেখানেই পড়ে আছে। বিশ্বকাপে খেলতে পারলে দারুণ হতো। তবে আমার আঙুল এখনো ওয়ানডে খেলার জন্য প্রস্তুত নয়। টি-টোয়েন্টিতে চার ওভার বল করতে পারি, তাতেও ফিজিওর সাহায্য দরকার হয়। এটাই আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রাখছে। এই অবস্থা ওয়ানডে খেললে দলকে ভালো কিছু দিতে পারতাম না।’
অন্য কেউ ইনজুরিতে পড়লে যদি ডাকা হয় নারাইনকে? নারাইন বলছেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ইনজুরি নিয়ে খেলাটা ঠিক হবে না, ‘আমকে পরবর্তীতে দলে নেওয়া হবে কিনা জানি না। ইনজুরিতে ভোগা কাউকে কেউ এমন টুর্নামেন্টে দলে নিতে চায় না। তাও যদি আমাকে নেওয়া হয়, নিজের সেরাটাই দেবো। তবে আমার মনে হয় না ইনজুরি নিয়ে এমন টুর্নামেন্টে খেলা উচিত। আমার আঙুল এই চাপটা নিতে পারবে না। ১০ ওভার বল করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।’
বিশ্বকাপ স্কোয়াডে না নিলেও নারাইনের সাথে আলোচনা করেছেন নির্বাচকরা। তাকে দলের নেওয়ার ব্যাপারে ভাবা হয়েছে, এতেই খুশি নারাইন, ‘নির্বাচকরা আমকে নেওয়ার ব্যাপারে ভেবেছেন, এতেই আমি খুশি। এটাই প্রমাণ করে আমার ওপরে তাদের বিশ্বাস আছে। এতদিন আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি, তাও তারা আমাকে দলে চাইছেন। আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই। যখন আমি দলকে নিজের সেরাটা দিতে পারবো, তখনই দলে ফিরতে চাই।’