বার্সাকে অপেক্ষায় রাখল অ্যাটলেটিকো
এই ম্যাচে তারা হারলেই লা লিগার শিরোপা উঠতো বার্সেলোনার ঘরে। তবে বার্সাকে আরও কিছুদিন অপেক্ষায় রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। আগামী সপ্তাহে লেভান্তের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত করবেন লিওনেল মেসিরা।
ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৩৬ মিনিটে ম্যাচে সমতা আনে ভ্যালেন্সিয়া। কেভিন গামেরিও ডান পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ভ্যালেন্সিয়ার ড্যানিয়েল পারেহো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৪৯ মিনিটে থমাস লেমারের ক্রসে হেড করে ভ্যালেন্সিয়া কিপারকে পরাস্ত করেন আঁতোয়া গ্রিজমান। ৭৭ মিনিটে নিগুয়েজের হ্যান্ডবলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। রেফারি ভিএআরের সাহায্য নিয়েই পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। পেনাল্টি থেকে আবার ম্যাচে সমতা আনেন পারেহো।
শেষ বাঁশি বাজার নয় মিনিট আগে তৃতীয়বারের মতো অ্যাটলেটিকোকে লিড এনে দেন কোরেয়া। থমাস পারটের বাড়ান বলে বক্সের বাইরে থেকে নেওয়ার শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।
আগামী শনিবার ক্যাম্প ন্যুতে লেভান্তের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন হবে বার্সা। সেদিন মাঠে নামার আগেই অবশ্য শিরোপা নিশ্চিত হতে পারে তাদের। ঘরের মাঠে অ্যাটলেটিকো যদি রিয়াল ভায়াদোলিদের কাছে হেরে যায়, তাহলে লেভান্তের ম্যাচের ফলাফল নিয়ে ভাবতে হবে না মেসিদের।