সবাইকে ছাড়িয়ে গেলেন মেসি
সামনেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচে তাই তাকে বসিয়েই রেখেছিলেন বার্সেলোনা কোচ। তবে লিগ শিরোপাটা যে লিওনেল মেসির গোলেই আসবে, এটাই হয়ত লিখে রেখেছিলেন ফুটবল ঈশ্বর! বদলি হিসেবে নেমে মেসির একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। লেভান্তেকে হারিয়ে নিজেদের ইতিহাসের ২৬তম লা লিগা ট্রফি জিতল কাতালানরা।
১
অধিনায়ক হিসেবে এই প্রথমবার লা লিগার শিরোপা জিতলেন মেসি।
৮
গত ১১ মৌসুম আটবার লা লিগা ট্রফি ঘরে তুলেছে বার্সা।
১০
বার্সেলোনার হয়ে রেকর্ড ৯ বার লা লিগা জিতেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির লিগ শিরোপার সংখ্যাও ছিল সমান। এবার ইনিয়েস্তাকে ছাড়িয়ে ১০ম বারের মতো লিগ শিরোপা জিতলেন মেসি। লা লিগার ইতিহাসে মেসির চেয়ে বেশি শিরোপা আছে শুধু রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফ্রান্সিসকো পাকো জেন্টোর। রিয়ালের হয়ে তিনি জিতেছিলেন ১২টি লিগ শিরোপা।
১৭
লা লিগায় এই মৌসুমে শুধুমাত্র মেসির গোলে ১৭ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা।
২৪
একবিংশ শতাব্দীতে লা লিগায় বদলি ফুটবলার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও এখন মেসির (২৪)।
২৬
নিজদের ২৬তম লা লিগা জিতেছে বার্সেলোনা। তাদের চেয়ে এগিয়ে আছে শুধু রিয়াল মাদ্রিদই (৩৩)।
৩৪
লা লিগার এই মৌসুমে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৪। বার্সেলোনার হয়ে মেসির শিরোপা সংখ্যাও ৩৪। ক্লাবের হয়ে তার চেয়ে বেশি শিরোপা জেতেননি কাতলানদের কেউই।
৫৯৮
কালকের গোলে বার্সার হয়ে মেসির মত গোল দাঁড়াল ৫৯৮। বর্তমানে ইউরোপিয়ান লিগে ক্লাবের হয়ে মোট গোলের তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোই। গতকাল তিনি পূর্ণ করেছেন ক্লাব ক্যারিয়ারের ৬০০তম গোল।