• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপেই ছন্দে ফিরতে চান আমলা

    বিশ্বকাপেই ছন্দে ফিরতে চান আমলা    

    বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন কিনা, এটা নিয়েই ছিল সন্দেহ। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে হাশিম আমলার। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটাও তাই জোরেশোরেই নিচ্ছেন তিনি। এবার বিশ্বকাপের আগে নিজেকে তৈরি করতে ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রামে যাচ্ছেন আমলা। আমলা জানিয়েছেন, বিশ্বকাপে নিজের সেরা ফর্মে থাকতেই তার এই সিদ্ধান্ত।

    বাবার অসুস্থতার জন্য জাতীয় দল থেকে বিরতি নিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলার সময়। একই কারণে ঘরোয়া লিগ থেকেও গত সপ্তাহে বিরতি নিয়েছিলেন আমলা। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোবরার হয়ে ৮ ইনিংসে তার রান ৯২। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবশ্য তার ব্যাটে রান এসেছিল, পেয়েছিলেন সেঞ্চুরিও।

     

     

    বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আপাতত দূরে থেকে নিজেকে প্রস্তুত করতে চান আমলা, ‘আমি কোবরার হয়ে মৌসুমের বাকি ম্যাচে খেলবো না। গত তিন সপ্তাহে তাদের দলে থেকে আমি যা শিখেছি, সেটার জন্য আমি কৃতজ্ঞ। এখন আমার লক্ষ্য শুধুই বিশ্বকাপ। বিশ্বকাপের যে কয়দিন বাকি আছে, এর মাঝে নিজেকে প্রস্তুত করতে চাই। বিশ্বকাপে যেন নিজের সেরা ফর্মে থাকতে পারি, সেভাবেই প্রস্তুতি নেব এই কয়দিন।’

    ৩০ মে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন।