আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে তাসকিন ও ফরহাদ রেজা
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল ১৬ এপ্রিল। সেই দলে এবার যোগ হলেন আরও দুইজন। আয়ারল্যান্ডে বাংলাদেশ দলের সাথে যাচ্ছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে স্কোয়াডে জায়গা হয়নি তাসকিনের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি, ছিলেন না ফরহাদ রেজাও। বিসিবির ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম খান জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজে দলের সাথে থাকবেন এই দুইজনও, 'আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য তাসকিন ও ফরহাদকে দলে নেওয়া হয়েছে। দলের ইনজুরি সমস্যার জন্যই মূলত এই সিদ্ধান্ত। বিশ্বকাপের আগে যদি কেউ ইনজুরিতে পড়ে, তাহলে বিশ্বকাপের স্কোয়াডেও পরিবর্তন আসতে পারে।'
তাসকিনের দলে অন্তর্ভুক্তি অবশ্য সে অর্থে চমক নয়। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে খেললেও বাংলাদেশের শেষ সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বাদ পড়েছিলেন চোটের কারণে। বিশ্বকাপের দল ঘোষণার পর ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন দুটি ম্যাচ, উইকেট নিয়েছিলেন ছয়টি।
তাসকিন দরজায় কড়া নাড়লেও অনেক দিন ধরেই জাতীয় দলের রাডারের বাইরেই বলতে গেলে ছিলেন রেজা। ২০১১ সালে শেষ ওয়ানডে খেলেছিলেন, জাতীয় দলে শেষ খেলেছিলেন ২০১৪ সালে, টি-টোয়েন্টিতে। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে ৩৮ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি।
তবে বড় কোন ইনজুরি না হলে বিশ্বকাপ স্কোয়াডে কোন পরিবর্তন আসবে না বলেই জানিয়েছেন আকরাম খান। এদিকে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দলের সাথে অনুশীলন করেছেন এবাদত হোসেন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও খালেদ আহমেদ। মূল দলের সঙ্গে না গেলেও ঢাকায় অনুশীলন চালিয়ে যাবেন এই কজন, বিকল্প হিসেবেই প্রস্তুত রাখা হবে তাদের।
আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।