• লা লিগা
  • " />

     

    রায়োর কাছে হেরে রিয়ালের অনাকাঙ্ক্ষিত 'হ্যাটট্রিক'

    রায়োর কাছে হেরে রিয়ালের অনাকাঙ্ক্ষিত 'হ্যাটট্রিক'    

    আজকের আগে রায়ো ভায়েকানোর বিপক্ষে নিজেদের শেষ ১৭ ম্যাচে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ২০১৮-১৯ লা লিগায় টেবিলের তিন-এ আছে জিনেদিন জিদানের দল, আর রায়ো অবস্থান ১৯তম।কিন্তু আজ স্তাদিও ভায়েকাসে কেতাবী পরিসংখ্যানের ধার ধারল না রায়ো, নিজ সমর্থকদের সামনে হারিয়ে দিল রিয়ালকে। ১-০ গোলের হারে টেবিলের দুইয়ে ওঠার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেল রিয়ালের। জিদানের অধীনে এবারই প্রথম টানা ২ ম্যাচে গোলশূন্য থাকল রিয়াল, 'অ্যাওয়ে' ম্যাচে জয় না পাওয়ার 'হ্যাটট্রিক' করল তারা। ২০০৪ সালের পর টেবিলের তলানীতে থাকা কোনও দলের কাছে হারল তারা। ২০০৮-০৯ মৌসুমের পর এক মৌসুমে ১৬ ম্যাচ হারল 'লস ব্লাঙ্কোস'রা।

    নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরেছিল রায়ো। ইনজুরিতে পড়া করিম বেনজেমার বদলে আজ নেমেছিলেন মারিয়ানো দিয়াজ। জিদানের অধীনে গোলে আজ প্রথমবারের মত নেমেছিলেন থিবো কর্তোয়া। উইং নির্ভর খেলে অভ্যস্ত রিয়াল আজ নেমেছিল ৪-৪-২ ফর্মেশনে। কিন্তু আক্রমণে একেবারেই সুবিধা করতে পারেনি জিনেদিন জিদানের দল। মাঝমাঠের সাথে বেল-মারিয়ানোর বোঝাপড়ার অভাব ছিল সুস্পষ্ট।

     

     

    প্রথমার্ধে রায়োর গোলে মাত্র একবার শট নিতে পেরেছিল রিয়াল। নখদন্তহীণ রিয়ালকে পেয়ে সুযোগ ঠিকই কাজে লাগিয়েছে রায়ো। ২১ মিনিটে হোসে পোৎজোর ক্রসে হেড করতে যাওয়া গেরাকে ডিবক্সে ফেলে দেন সার্জিও রামোসের বদলে দলে সুযোগ পাওয়া হেসুস ভায়েহো। প্রথমে পেনাল্টি না দিলেও ‘ভিএআর’-এ সিদ্ধান্ত বদলান রেফারি। ১২ গজ থেকে কর্তোয়ারকে পরাস্ত করতে ভুল করেননি আদ্রি এম্বার্বা। টেবিলের তলানীতে অবনমনের শঙ্কায় ধুঁকতে থাকা রায়োর সমর্থকেরা তখন আনন্দে আত্মহারা।

    টেবিলের তিন-এ থাকা রিয়ালের বিপক্ষে লিড নিতে পারার কথা হয়তো স্বপ্নেও ভাবেননি তারা। সেটা না ভাবলেও প্রথমার্ধে নিঃসন্দেহে রিয়ালকে রীতিমত নাকানিচুবানি খাইয়েছে রায়ো। মূল একাদশে ফেরার দিনে শুরুতেই গোল হজম করলেও প্রথমার্ধে রিয়ালের সেরা ফুটবলার ছিলেন কর্তোয়াই। অন্তত দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও রিয়াল সুবিধা করতে পারেনি একেবারেই। উল্টো আবারও ভায়েহো-ভারানদের চাপে ফেলছিলেন বেবেরা।

     

     

    কিন্তু কর্তোয়া ছিলেন দুর্দান্ত। দ্বিতীয়ার্ধেও রায়োর বেশ কয়েকটি প্রচেষ্টা ফিরিয়ে দিয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেতে রিয়ালের অপেক্ষা করতে হয়েছে ৬৮ মিনিট পর্যন্ত। কিন্তু বদলি ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের ক্রসে বেলের শট ফিরিয়ে দিয়েছেন রায়ো গোলরক্ষক গার্সিয়া। ম্যাচে ফেরার আশায় ইস্কো, লুকাস ভাজকেজকে নামিয়ে দিয়েও লাভ হয়নি রিয়ালের। উল্টো ৮৭ মিনিটে আরেকটু হলেই ব্যবধান দ্বিগুণ করত রায়ো।

     

     

    কিন্তু কর্তোয়াকে কাটিয়ে গেরার নেওয়া শট লাইন থেকে ফিরিয়ে দিয়ে প্রথম গোলের জন্য কিছুটা হলেও শাপমোচন করেছেন ভায়েহো। কিন্তু রিয়ালের আর শেষরক্ষা হয়নি। আরও এক পরাজয়ে টেবিলের তিন-এ থেকেই মৌসুম শেষ করবে তারা। ৩ ম্যাচ বাকি থাকতে অ্যাটলেটিকোর চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে জিদানের দল, আর বার্সার চেয়ে ১৮ পয়েন্টে।