আনুষ্ঠানিক ফটোসেশনে নেই সাকিব, নাজমুল হাসান বললেন 'দুর্ভাগ্যজনক'
কালই আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল, তার আগে আজকে ছিল বোর্ড সভাপতি, পরিচালক, খেলোয়াড়, কোচিং স্টাফদের নিয়ে বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশন। বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষবারের মতো সবাই একসাথে, তার ওপর বিশ্বকাপের জার্সির আনুষ্ঠানিক উন্মোচন- মিরপুর মোটামুটি লোকে লোকারণ্য। তবে সবাই থাকলেও নেই একজন, খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসানই শুধু ছিলেন না আজ৷ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরে বলেছেন, সাকিবের না থাকাটা দুর্ভাগ্যজনক।
দুই দিন আগেই সানরাইজার্সের হয়ে মাঠে নেমেছেন সাকিব। কাল রাতে ঢাকায় পৌঁছেছেন, সকালে বিসিবিতে রিপোর্টও করে এসেছিলেন। অনুশীলন করতে অবশ্য দেখা যায়নি। কিন্তু দুপুরের পর আনুষ্ঠানিক ফটোসেশনের আগেই চলে যান৷ এ নিয়েই প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতিকে। নাজমুল হাসান পাপন একটু অপ্রসন্ন সুরেই বলেছেন, ‘দুঃখজনক। আর কি বলব। এটা দুঃখজনক যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসে জিজ্ঞেস করেছি, এখানে পৌঁছে তখন আমি ফোন করেছিলাম সাকিবকে। জিজ্ঞেস করেছিলাম, কোথায় তুমি। ও যে এসেছে আমি জানিও না। পেপারে পড়ে দেখেছি। ও বলল, আপনার বাসায় আসব রাতে। বললাম এখনই ব্যাক কর। ও বললো, আমি তো বের হয়ে গিয়েছি। আমি এসে জিজ্ঞেস করলাম, ওরা বললো, ওকে আগেই বলা হয়েছে যে আজ ফটোসেশন আছে দলের। জাতীয় দল যাচ্ছে বিশ্বকাপে, ফটোসেশন আছে দলের। যেহেতু টিমের প্র্যাকটিসে ছিল না। আমরা আশা করেছিলাম। কিন্তু সে নেই।’’
কিন্তু সাকিব যে নেই, বিশ্বকাপের আগে এমন একটা ব্যাপার দলের সংহতিতে কতটা প্রভাব ফেলবে? নাজমুল হাসান বললেন, বাংলাদেশ দলের সবার এই ব্যাপারটির সঙ্গে এতদিনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, ‘আমার মনে হয় টিমের অন্যান্যরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক। এছাড়া আর কি বলব। আমি মনে করি এটা ওর জন্যই দুর্ভাগ্য। ও যে আমাদের এই টিমের সাথে, বিশ্বকাপ দল যাচ্ছে, এটার সাথে ও থাকতে পারল না, সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ। আর কি বলব।’’
তবে পরশুদিনই চলে যাচ্ছে দল, এ নিয়ে নাজমুল হাসান আর কথা বাড়াতে রাজি হননি। এ ব্যাপারে সাকিব আল হাসানের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ছবিঃ লিটন দাসের ফেসবুক পেজ