• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আফগানিস্তানও বিশ্বকাপ জিততে পারে: নাইব

    আফগানিস্তানও বিশ্বকাপ জিততে পারে: নাইব    

    বাছাইপর্বের বাধা পার করেই ইংল্যান্ড বিশ্বকাপে যাচ্ছেন তাঁরা। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে আফগানিস্তানের লক্ষ্যটা কি হতে পারে? সবাই হয়ত বলবেন, যত বেশি ম্যাচ জিতে ফেরা যায়! আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের স্বপ্নটা অবশ্য এর চেয়ে অনেক বড়। নাইবের বিশ্বাস, বিশ্বকাপ জিততে পারে আফগানিস্তানও!

    ২০১৫ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতেছিল আফগানরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দলদের টপকে কি ইতিহাস গড়া সম্ভব? নাইব অবশ্য ছোটখাটো স্বপ্ন দেখতে নারাজ, ‘ক্রিকেটে তো অনেক কিছুই হয়। আমরা সবার চেয়ে কম অভিজ্ঞ হতে পারি, কিন্তু আমদের দলটাও দারুণ। বিশ্বকাপ জেতাটাও অসম্ভব কিছু না! গত কয়েক মাসে আমরা খুব ভালো প্রস্তুতি নিতেছি। সবার আত্মবিশ্বাস তুঙ্গে আছে। বিশ্বকাপে মাঠে নামার জন্য তর সইছে না আমাদের। নিজেদের সেরাটা দিলে সবকিছুই সম্ভব।’

    বিশ্বকাপের আগে অবশ্য অধিনায়ক বদল নিয়ে অনেক জলঘোলা হয়েছে আফগানদের মাঝে। আসগর আফগানকে সরিয়ে দেওয়াটা মানতে পারেননি দলের সিনিয়র সদস্যরা। মোহাম্মদ নবী ও রশিদ খান তো সরাসরি বলেই দিয়েছিলেন, আসগরকেই বিশ্বকাপে অধিনায়ক দেখতে চান তাঁরা।

    দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সদস্য যদি এমন কথা বলেন, তাহলে নেতৃত্ব দিতে সমস্যা হবে না নাইবের? নাইব অবশ্য এটা নিয়ে একদমই ভাবছেন না, ‘অধিনায়কত্বটা কোন বিষয়ই না। দলের অনেকেরই এই অভিজ্ঞতা আছে। বিশ্বকাপে আমরা একটা দল হয়েই খেলতে চাই। তাহলেই সাফল্য আসবে।’

     

     

    ১ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আফগানদের বিশ্বকাপ মিশন।