এমসিসির প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়ছেন সাঙ্গাকারা
এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থার প্রথম ‘নন-বৃটিশ’ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। এ বছরের ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
১ মে লর্ডসে অনুষ্ঠিত এমসিসির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থনি রেফোর্ড মনোনিত হিসেবে তার নাম ঘোষণা করেছেন।
এমসিসির সঙ্গে সাঙ্গাকারার সম্পর্ক অবশ্য পুরোনোই। ২০১২ সালে এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে তাকে, সে বছর থেকেই এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য তিনি। ২০১১ সালে এমসিসি স্পিরিট অফ ক্রিকেট কাউড্রি লেকচার দিয়েছিলেন তিনি, যা সমাদৃত হয়েছিল অনেক।
দায়িত্ব পেয়ে সাঙ্গাকারা বলেছেন, “এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমার নাম আসাটা বিশাল সম্মানের ব্যাপার। এ পদে কাজ করতে মুখিয়ে আছি আমি। আমার মতে, এর বৈশ্বিক পরিসর নিয়ে মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটের উন্নয়নে এমসিসি বিশ্বের সবচেয়ে মহৎ ক্রিকেট ক্লাব। ২০২০ সাল ক্রিকেটে অনেক তাৎপর্যপূর্ণ একটা বছর, বিশেষ করে লর্ডসে। এমসিসির প্রেসিডেন্ট হিসেবে এর অংশ হতে পারব ভেবেই আমি রোমাঞ্চিত।”
তাকে নিয়ে বর্তমান প্রেসিডেন্ট রেফোর্ড বলেছেন, “এমসিসি যেহেতু এর দিগন্ত ও আন্তর্জাতিক সুখ্যাতি বারাতে চায়, আমি খুশি যে কুমার এই পদের দায়িত্বটা গ্রহণ করেছে এ বছরের জানুয়ারিতে। সে মাঠে ও মাঠের বাইরে দারুণ এক ব্যক্তিত্ব, ক্লাবে তার অবদান হবে অনেক। বিশ্বকাপ ও অ্যাশেজের বছর হিসেবে প্রেসিডেন্ট পদে তার ভূমিকাও হবে গুরুত্বপূর্ণ।”
২০১৯ সালে ১ অক্টোবর থেকে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি। পরবর্তী গ্রীষ্মে লর্ডসে ইংল্যান্ডের দুটি টেস্টের সঙ্গে চালু হবে ‘দ্য হান্ড্রেড’।