• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপ স্কোয়াডের পর কেন্দ্রীয় চুক্তিতে নিশম-ব্লানডেল

    বিশ্বকাপ স্কোয়াডের পর কেন্দ্রীয় চুক্তিতে নিশম-ব্লানডেল    

    সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। ১৫ জনের স্কোয়াডে ছিলেন জিমি নিশম ও টম ব্লানডেলও। এবার আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নিলেন নিশম ও ব্লানডেল। ঘোষিত চুক্তিতে চমক একটাই, বাদ পড়েছেন কোরি অ্যান্ডারসন।

    ব্লানডেল বিশ্বকাপ খেলবেন, এটা হয়ত তিনি নিজেও ভাবেননি। উইকেটকিপার টিম সেইফার্তের শেষ মুহূর্তের ইনজুরিতেই কপাল খুলেছে তার। ২৬ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান অবশ্য এখন পর্যন্ত কোন ওয়ানডে খেলেননি। তবুও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে মাথায় রেখেই তাকে দলে নিয়েছেন নির্বাচকরা। এই প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন তিনি।

    এদিকে বাজে ফর্মের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন অলরাউন্ডার নিশম। তিনি নিজেই জানিয়েছিলেন, অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন একটা সময়। এরপর অবশ্য ওয়ানডে দলে ফিরেছেন। শ্রীলংকা, ভারত ও বাংলাদেশের বিপক্ষে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন তিনি।

    নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন বলছেন, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে নিশম-ব্লানডেলকে, 'ওয়েলিংটন ও জাতীয় দলের হয়ে নিশম দারুণ খেলছে। ব্লানডেলকে বিশ্বকাপে নেওয়া হয়েছে বিকল্প কিপার হিসেবে। সেও ‘এ’ দলের হয়ে ভালো খেলেছে, আরব আমিরাত সফরে বিকল্প কিপার হিসেবেও ছিল। জাতীয় দলে তার ভবিষ্যৎ উজ্জ্বল।’

    নিশম-ব্লানডেল ছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে আছেন জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া উইল ইয়ং। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টেস্টে তার খেলার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত সন্ত্রাসী হামলার পর ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হয়ে যায়।

     

     

    কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অ্যাডাম মিলনে, কোরি অ্যান্ডারসন ও জর্জ ওয়ার্কার। ইনজুরির সাথে লড়তে থাকা অ্যান্ডারসন জানিয়েছিলেন, শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলবেন বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড ও কেন্দ্রীয় চুক্তি, কোনোটাতেই জায়গা হলো না তার। মে মাসের ৯ তারিখের মাঝে ২০ জনকে বোর্ডের এই চুক্তিতে সম্মতি জানাতে হবে, কেউ চাইলে এটা প্রত্যাখ্যানও করতে পারেন।

    কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররাঃ

    কেন উইলিয়ামসন, টড অ্যাস্টেল, টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মানরো, হেনরি নিকলস, জেমস নিশম, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং , উইল ইয়ং।