• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কুতিনিয়োকে বার্সা সমর্থকরা দুয়ো দেওয়ায় চটেছেন মেসি

    কুতিনিয়োকে বার্সা সমর্থকরা দুয়ো দেওয়ায় চটেছেন মেসি    

    যতক্ষণ মাঠে ছিলেন, নিজের ছাপ খুব বেশি রাখতে পারেননি। লিভারপুলের বিপক্ষে এক ঘণ্টার মাথায় তাই ফিলিপ কুতিনিয়োকে তুলে নিয়েছেন কোচ এরনেস্তো ভালভার্দে। বদলির সময় ক্যাম্প ন্যুর দর্শকের দুয়ো শুনেই মাঠ ছেড়েছেন কুতিনিয়ো। সতীর্থের এমন দুয়ো শোনা একদমই পছন্দ হয়নি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির। ম্যাচ শেষে মেসি বলছেন, ঘরের মাঠের সমর্থকদের এমন আচরণে মোটেও খুশি হতে পারেননি তিনি।

     

     

    বার্সেলোনা সমর্থকদের দুয়োটা অবশ্য গত কয়েক সপ্তাহ ধরেই শুনে আসছেন কুতিনিয়ো। এর জবাবটা দুর্দান্ত এক গোলেই দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। বক্সের অনেকটা বাইরে থেকে নেওয়া তার বাঁকানো এক শট ডি গিয়াকে বোকা বানায়। গোলের পর দুয়ো দেওয়া বার্সা সমর্থকদের চুপ করার ইঙ্গিত দিয়েই উদযাপন করেছিলেন কুতিনিয়ো। সেটা ভোলেননি ন্যু ক্যাম্পের দর্শক, লিভারপুলের বিপক্ষে কালকের ম্যাচে বহুবার দুয়ো শুনতে হয়েছে তাকে। ৬০ মিনিটে যখন তার বদলে মাঠে নামেন নেলসন সেমেদো, দুয়ো শুনতে শুনতেই মাঠ ছাড়তে হয়েছে কুতিনিয়োকে।

    জোড়া গোল করে বার্সাকে জয় এনে দেওয়া মেসি বলছেন, নিজেদের দলের ফুটবলারকে এভাবে দুয়ো দেওয়া উচিত নয়, ‘আমরা মৌসুমের খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এই সময়টায় অন্য যেকোনো মুহূর্তের চেয়ে আমাদের বেশি একতাবদ্ধ হতে হবে। এটা মৌসুমের শুরুতেই আমি বলেছিলাম। কাউকে হেয় করা কিংবা সমালোচনা করার সময় এটা না। এখন আমাদের একে অন্যের পাশে থাকতে হবে। নিজের দলের ফুটবলারের বদলির সময় দর্শকের এমন দুয়ো খুবই বাজে দেখায়।’

    দর্শকের দুয়োর জবাবটা আগেও দিয়েছিলেন গোলের মাধ্যমে। এবারও কি এমন কিছু করবেন কুতিনিয়ো?