আরও এক দফা পরিবর্তনের পর চূড়ান্ত মাশরাফিদের জার্সি
বিশ্বকাপের চূড়ান্ত জার্সি
তিন দিনের মধ্যে তিন দফা বদলাল বাংলাদেশ জাতীয় দলের জার্সি। পুরোপুরি সবুজ জার্সি পরে আনুষ্ঠানিক ফটোসেশনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে ঝড় উঠেছিল, এরপরের দিনই এক দফা জার্সির পরিবর্তন করা হয়। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দেখানো সেই নকশাও খানিকটা বদলে গেছে। সেই নকশায় হাতায় লাল থাকলেও নতুন জার্সিতে শুধু বুকের ওপর লাল ডোরা আছে। সবুজের সঙ্গে আল জার্সিতেও থাকছে পরিবর্তন, তবে সেটিতে বুকের সঙ্গে হাতায়ও থাকছে সবুজ ডোরা।
তিন দিন আগে দেখানো জার্সি
জার্সি নিয়ে গত কয়দিন ধরে তুলকালাম কম হয়নি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক এক বার্তায় বিসিবি নিশ্চিত করেছে নতুন জার্সি। আগের দিনই নাজমুল হাসান পাপন বলেছিলেন, আইসিসির অনুমোদন পেলেই চূড়ান্ত হবে জার্সি। সেটা আইসিসি দিয়েছে বলে আজ আনুষ্ঠানিক বার্তায় নিশ্চিত করেছে বোর্ড। সেখানেই বলেছে, সবুজের ওপর বাংলাদেশ কথাটা লাল হরফে লিখে শুরুতে আইসিসির কাছে নকশা পাঠিয়েছিল বোর্ড। কিন্তু আইসিসি লালের বদলে সেটি সাদা হরফে লেখার কথা জানায়। এরপর সবুজের সঙ্গে সাদা জার্সিটাই পায় অনুমোদন। কিন্তু অব্যাহত সমালোচনার মুখে আনুষ্ঠানিক ফটোসেশনের দিনই জার্সি বদলের ঘোষণা দেন বিসিবি সভাপতি।
পর দিন বেক্সিমকোতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেখান নতুন জার্সি। একটি পরিবর্তন অবশ্য হতোই। হাতায় স্পন্সর লাইফবয়ের লোগো লাল থাকার কারণে সবুজ জার্সির হাতায় লাল থাকার সম্ভাবনা ছিলই না। সেটিই হয়েছে শেষ পর্যন্ত, শুধু বুকের ওপরেই থাকছে লাল ডোরা। এই জার্সি পরেই বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল।