মৌসুম শেষে বিদায় বলছেন জাভি
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনার হয়ে খেলে শেষ টানতে কাতারে গিয়েছিলেন জাভি হার্নান্দেজ। সাবেক স্প্যানিশ ফুটবলার ৩৯ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বললেন। জানিয়েছেন, এই মৌসুমটাই তার ক্যারিয়ারের শেষ। এরপর পুরোপুরি ফুটবল কোচিংয়ে মন দেবেন জাভি।
"গত দুই যুগে আমি যা অর্জন করেছি সেটা এক কথায় দারুণ। তাই আমি মনে করি ফুটবলের সঙ্গে যে কোনোভাবে যুক্ত থাকাটা আমার কর্তব্য।"
"কোচ হিসেবে আমার দর্শন যেভাবে আমরা দিনের পর পর দিন ইয়োহান ক্রুইফ আর লা মাসিয়াতে আলাদা একটা ফুটবল অনুসরণ করে গেছি সেটাই। এটা আমার জন্য খুবই আনন্দদায়ক যখন দেখি কোনো দল মাঠে এভাবে খেলার চেষ্টা করে যাচ্ছে। ছোটবেলা থেকে যে ধরনের খেলা আমরা ভালোবেসে এসেছি, সেই আক্রমণাত্মক ফুটবল, পজেশন ফুটবল- সেটা কোনো দলকে খেলতে দেখা খুবই গর্বের।" - বিদায় জানানোর ঘোষনার সময় বলেছেন জাভি।
বার্সেলোনার হয়ে ৮ বার লা লিগা ও ৪ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন জাভি। বার্সার লা মাসিয়া একাডেমি থেকেই উঠে এসেছিলেন। ২০১০ সালে জিতেছিলেন ফুটবল সবচেয়ে বড় শিরোপা বিশ্বকাপ। স্পেন আর বার্সেলোনার সর্বজয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। ২০১৫ সালে বার্সাকে ট্রেবল জিতিয়ে এরপর প্রিয় ক্লাব থেকে বিদায় নিয়েছিলেন জাভি।
অবসরের পর কাতারেই কোচিং চালিয়ে যাওয়ার কথা রয়েছে সাবেক বার্সা অধিনায়কের।