বোলাররাই বিশ্বকাপে পাকিস্তানের মূল শক্তি: সরফরাজ
১৯৯২ সালে একবারই বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ১৯৯৯ সালে ফাইনালে উঠলেও এরপর আর ফাইনালে খেলা হয়নি তাদের। এবারও ফেভারিটের তালিকায় তাদের রাখছে না খুব বেশি মানুষ। তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলছেন, ২৭ বছর পর পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। এই মিশনে বোলাররাই তাঁর মূল শক্তি।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের কেউ গোনাতেই ধরেননি। সেই পাকিস্তানই সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতেছিল। এবারের বিশ্বকাপে বোলাররাই দলের মূল শক্তি, মানছেন সরফরাজ, ‘আমাদের স্কোয়াডে যে ছয়জন বোলার আছে, তাঁরা সবাই দুর্দান্ত ফর্মে আছে। হাসান, জুনাইদ, আশরাফ, হাসনাইনসহ বাকি সবাই ইংলিশ কন্ডিশনে ভালো করবে। তাঁরাই আমাদের দলের মূল শক্তি।’
ব্যাটসম্যানদেরও বোলারদের সর্বোচ্চ সাহায্য করতে হবে, মানছেন সরফরাজ, ‘স্কোরবোর্ডে ভালো একটা লক্ষ্য দাড় করাতে হবে। ইংল্যান্ডের পিচে অনেক রান উঠবে। আমাদের বোলাররা যেন লক্ষ্যটা ডিফেন্ড করতে পারে, এরকম রানই করতে হবে।’
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড; বিশ্বকাপে পাকিস্তানের মূল প্রতিদ্বন্দ্বী হবে এই চার দেশ, বলছেন সরফরাজ, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড খুব ভালো ফর্মে আছে। তাঁরা বিশ্বকাপের জোরালো দাবিদার। আমরাও অনেক আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে মাঠে নামবো। সমর্থক ও আমাদের প্রেসিডেন্ট ইমরান খান সবসময় আমাদের পাশে আছেন। ২৭ বছর আগে তিনি পাকিস্তানকে প্রথমবার বিশ্বকাপ এনে দিয়েছিলেন, এবার আমরা সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাই।’