বিশ্বকাপে অনিশ্চিত যাদব
দল উইকেট পাচ্ছে না অনেক সময় ধরে। এমন অবস্থায় বহুবার বোলিংয়ে এসে ভারতকে ব্রেক থ্রু এনে দিয়েছেন কেদার যাদব। বিশ্বকাপকে সামনে রেখে তাঁর ইনজুরিতে তাই বেশ দুশ্চিন্তাতেই পড়ল ভারত। আইপিএলে চেন্নাইয়ের হয়ে ফিল্ডিংয়ের নেমে কাঁধে চোট পেয়েছেন যাদব, এতে আইপিএলের এবারের মৌসুম শেষ হয়ে গেছে তাঁর। এই চোটে বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে যাদবের।
পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের ১৪ তম ওভারে ঝাঁপিয়ে পড়ে বল আটকাতে গিয়েছিলেন যাদব। বল আটকাতে পেরেছেন ঠিকই, কিন্তু ওই সময়ে বাম কাঁধে আঘাত পান তিনি। এরপর ফিজিও এলে প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন যাদব। পরে আর ফিল্ডিং করেননি তিনি।
ম্যাচের পর চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং জানিয়েছেন, আইপিএল শেষ যাদবের, ‘যাদবের কাঁধে এক্সরে করা হবে। আমার মনে হয় না সে আইপিএলে আর খেলতে পারবে। এখন তাঁর পুরো মনোযোগ বিশ্বকাপেই থাকা উচিত। সে খুবই অস্বস্তিতে আছে ব্যথা নিয়ে। আশা করি ইনজুরিটা খুব বেশি গুরুতর হবে না।’
আগেরবারও আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন যাদব। সেবার অবশ্য নিজের প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মৌসুমের বাকি ম্যাচে খেলতে পারেননি যাদব। ২২ মের আগে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। এর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি, ভারত কামনা করছে এমনটাই।