প্রস্তুতি ম্যাচে স্নায়ুক্ষয়ী লড়াই বিশ্বকাপে কাজে দেবে: মরগান
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে অল্প রান তাড়া করতে নেমেও জিততে বেশ বেগ পেতে হয়েছিল তাদের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিটাও শেষ ওভারে গিয়ে জিতেছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক এউইন মরগানই। টানা দুই ম্যাচে এমন জয়ের পর মরগান বলছেন, প্রস্তুতি ম্যাচে এমন স্নায়ুক্ষয়ী লড়াই বিশ্বকাপে কাজে দেবে ইংল্যান্ডের।
পরপর দুই ম্যাচে ইংল্যান্ডকে জিততে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। মরগান অবশ্য বলছেন, এমন জয়েই বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হচ্ছে, ‘বিশ্বকাপকে সামনে রেখে এমন দুটি স্নায়ুক্ষয়ী ম্যাচ খুবই উপকারী। এরকম পরিস্থিতিতে সবাই অনেক কিছু শিখেছে। তিন দিনের ব্যবধানে দুই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দল। বিশ্বকাপে এরকম অনেক মুহূর্তই আসবে।’
দলের তরুণ সদস্যরা চাপ সামলে ভালো পারফর্ম করেছে, এতে দারুণ খুশি মরগান, ‘আর্চার, ডাকেট, ফোকসের মতো তরুণদের আমরা সুযোগ দিয়েছি। তাদের জন্য দলের জয়টা প্রয়োজন ছিল। দল জিতলে আপনি নিজের ভুলগুলোকে সহজে খুঁজে বের করে শোধরাতে পারেন। হেরে গেলে তখন সেটা তাঁরা নিজেদের কাঁধেই নিত।’
দলের জয়ে স্বস্তি পেলেও বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তিত মরগান, ‘বোলিংয়ে আমরা খানিকটা পিছিয়ে আছি। পাকিস্তান ভালো দল, কিন্তু আরমা নিজেদের সেটা বোলিংটা করতে পারিনি। বিশ্বকাপের আগে এটাকে অবশ্যই ঠিক করতে হবে।’
বুধবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।