• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ক্যাসিয়াস

    সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ক্যাসিয়াস    

    গত বুধবার পোর্তোর অনুশীলনে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তৎক্ষণাৎ পোর্তোর মাঠের নিকটবর্তী হাসপাতাল সিএফইউতে ভর্তি হতে হয় তাকে, করা হয় অস্ত্রোপোচারও। অবশ্য ঘটনার পরদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে সুস্থ থাকার কথা নিশ্চিত করেছিলেন স্পেন এবং রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক। এখন পুরোপুরি শঙ্কামুক্ত ক্যাসিয়াস, আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি।

    গত কয়েকদিন ক্যাসিয়াসের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনেক ফুটবলার, ক্লাবই। বাদ যাননি ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, বার্সেলোনা, আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কেউই। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই গুণগ্রাহীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেইন্ট ইকার, 'সবার আগে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি, অনেক খারাপ কিছুও ঘটে যেতে পারত আমার সাথে। আর কৃতজ্ঞতা জানাতে চাই সবাইকে, যারা আমার আরোগ্য কামনা করেছিলেন। সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে পেরেই খুশি আমি।'

     

     

    হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই ক্যাসিয়াসের পেশাদারি ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন স্প্যানিশ কার্ডিওলজিস্ট হুয়ান আন্তোনিও কোরবালান এবং হোসে কালাবুইগ। পোর্তো জানিয়েছে, এই মৌসুমে আর মাঠে দেখা যাবে না তাকে। ক্যারিয়ার নিয়ে এখনও সেই দুশ্চিন্তা দূর হয়নি। কিন্তু এখনই এসব নিয়ে ভাবতে চান না ইকার, 'কয়েক সপ্তাহ, কয়েক মাস অপেক্ষা করতে চাই। এরপর সিদ্ধান্ত নেব এ ব্যাপারে (মাঠে ফেরা বা অবসর নেওয়া)। ভবিষ্যতে কী হতে পারে সেটা নিয়ে ভাবতে চাচ্ছি না। এখন সবার মাঝে সুস্থ হয়ে ফিরতে পেরেছি এটাই আমার কাছে সব।'

     

     

    অবশ্য মাঠে আর ফিরতে না পারলেও খুব একটা আক্ষেপ হয়তো করবেন না ক্যাসিয়াস। পোর্তোর আগে রিয়াল এবং স্পেনের হয়ে আক্ষরিক অর্থেই জিতেছেন সব। রিয়ালের হয়ে খেলা ৭২৫ ম্যাচে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছেন একাধিকবার। স্পেনের সোনালী প্রজন্মের অধিনায়কও ছিলেন তিনিই, দুই ইউরোর মাঝে জিতেছেন বিশ্বকাপও। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ, ক্লিনশিট এবং পেনাল্টি সেভের রেকর্ডটাও তারই। পোর্তোর হয়ে গত মৌসুমে জিতেছেন পর্তুগিজ লিগও।