• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মাঠে মেসিকে অতিরিক্ত সম্মান দিতে চান না আর্নল্ড

    মাঠে মেসিকে অতিরিক্ত সম্মান দিতে চান না আর্নল্ড    

    প্রথম লেগের আগে লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ বলেছিলেন, শুধু লিওনেল মেসিকে নিয়েই ভাবছেন না তাঁরা। শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে জোড়া গোল করে লিভারপুলের ফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে করে দিয়েছেন সেই মেসিই। অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের সেমির দ্বিতীয় লেগের আগে লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বলছেন, মেসির সামনে লিভারপুল রক্ষণভাগের ভয় পেলে চলবে না।

    অ্যানফিল্ডে ৩-০ গোলে পিছিয়ে থেকেই মাঠে নামবে লিভারপুল। গতবারের মতো এবারও সবার দৃষ্টি থাকবে মেসির দিকেই। ক্যাম্প ন্যুতে ৩৫ গজ দূর থেকে নেওয়ায় তাঁর অবিশ্বাস্য সেই ফ্রি কিকে হতবাক হয়েছিল লিভারপুলের রক্ষণভাগ। দ্বিতীয় লেগে লিভারপুলের মাথাব্যথার সবচেয়ে বড় কারণ অবিশ্বাস্য ফর্মে থাকা মেসিই। 

    দ্বিতীয় লেগেও অল রেডদের ডিফেন্ডারদের নাভিশ্বাস তুলবেন মেসি, সতর্ক করলেন আর্নল্ড, ‘মেসি বিশ্বসেরা ফুটবলার, হয়ত সর্বকালের সেরা। তাঁর বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। পুরো ৯০ মিনিটই তাঁর দিকে মনোযোগ রাখতে হবে। তাকে সম্মান দেখানো জরুরী, কিন্তু অতিরিক্ত সম্মান না! তাঁর সামনে আমরা কিছুই করতে পারব না, এই ভয়টা পাওয়া যাবে না। তাঁর পায়ে বল গেলে দ্রুততম সময়ে সেটা ফিরিয়ে আনতে হবে। শুধু তাঁকেই নয়, বার্সার অন্যদের নিয়েও সমানভাবে সতর্ক থাকতে হবে।’

     

     

    তিন গোলে পিছিয়ে থেকেও ফিরে আসার স্বপ্ন দেখছেন আর্নল্ডে, ‘এই মৌসুমে আমরা বেশ কয়েকবার তিন গোলের বেশি করেছি। এছাড়া ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধাও থাকবে। অ্যানফিল্ডে সবকিছুই সম্ভব। আশা করি আমরা আবার অবিশ্বাস্য কিছু করে ফাইনালে যাব।’