• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    অ্যানফিল্ডে উদযাপন করবেন না সুয়ারেজ

    অ্যানফিল্ডে উদযাপন করবেন না সুয়ারেজ    

    ক্যাম্প ন্যুর প্রথম লেগের আগে ঘোষণা দিয়েছিলেন, সাবেক ক্লাব লিভারপুলের বিপক্ষে গোল করলে উদযাপন করবেন তিনি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঠিকই গোল পেয়েছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ, উদযাপনও করেছিলেন সেবার। তবে অ্যানফিল্ডে সেরকম কিছু করতে চান না সুয়ারেজ। দ্বিতীয় লেগের আগে সুয়ারেজ বলছেন, গোল করলেও এবার উদযাপন করবে না তিনি।

    প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে বার্সা। প্রথম গোলটা করেছিলেন সুয়ারেজই। ইউরোপে ১৭ ম্যাচ পর গোলের দেখা পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন সুয়ারেজ। গোলের পর ঘোষণামত উদযাপনও করেছিলেন সমর্থকদের সামনে।

    ন্যু ক্যাম্পে গোল করে উদযাপন করলেও অ্যানফিল্ডে সেটা করবেন না সুয়ারেজ, ‘চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোলের গুরুত্বটা সবাই জানে। তবে লিভারপুলের জন্য আমার যথেষ্ট সম্মান আছে। আগেরবার উদযাপন করে তাদের কাছে আমি ক্ষমাও চেয়েছিলাম। লিভারপুলের কাছে আমি অনেক কৃতজ্ঞ। অ্যানফিল্ডে তাই গোল করে উদযাপন করব না। আগেও নিজের সাবেক ক্লাবের মাঠে গোল করে উদযাপন করিনি।’

    নিজের পুরনো ক্লাবের মাঠে উষ্ণ অভ্যর্থনা পাবেন, এমনটাই আশা সুয়ারেজের, ‘এখানে আমি যা করেছি, সেটার জন্য লিভারপুল সমর্থকরা আমাকে হাততালি দিয়েই স্বাগত জানাবে। কিছু মানুষ হয়ত এটা পছন্দ করবে না। অ্যানফিল্ডে ফেরাটা আমার কাছে বিশেষ কিছু। লিভারপুল আমাকে অনেক কিছু দিয়েছে। তাঁরা আমাকে পেশাদার ফুটবলার হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে। লিভারপুলকে নেতৃত্ব দেওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। এখন যে আমি বিশ্বের সেরাদের সাথে বার্সাতে খেলছি, এটার কৃতিত্বটা লিভারপুলেরই।’

     

     

    তিন গোলে এগিয়ে থেকে অ্যানফিল্ডে নামবে বার্সা। তবে এতো বড় লিড নিয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না সুয়ারেজ, ‘আমরা জানি লিভারপুল কতটা ভালো দল। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আগের লেগে আমরা মৌসুমের অন্যতম সেরা ম্যাচ খেলেছি। অ্যানফিল্ডে খেলা হওয়ায় লিভারপুল বাড়তি সুবিধাও পাবে। এখানে সফরকারী দলের খেলা অনেক কঠিন হয়ে যায়।’