• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    রাবাদাকে নিয়েই বেশি দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা

    রাবাদাকে নিয়েই বেশি দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা    

    হাতের চোটের কারণে একদিন আগেই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার আরনিখ নরকিয়া। ইনজুরিতে আছেন দক্ষিণ আফ্রিকার আরও দুইজন পেসার কাগিসো রাবাদা ও ডেল স্টেইনও। প্রোটিয়াদের ডাক্তার মোহাম্মদ মোসাজি বলছেন, স্টেইনের চেয়ে রাবাদার বিশ্বকাপ মিস করার আশংকা বেশি।

    পিঠের ইনজুরির কারণে অনেক আগেই আইপিএল শেষ হয়ে গেছে রাবাদার। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সুস্থ হতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। মোসাজি বলছেন, রাবাদাকে নিয়ে তাদের দুশ্চিন্তাটা একটু বেশি, ‘দুটি কারণে আমরা রাবাদাকে নিয়ে বেশি সতর্ক। প্রথমত, পিঠের এই ইনজুরির কারণে সে আগেও অনেক ম্যাচ মিস করেছে। দ্বিতীয়ত, সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তাঁর ফেরা নিয়েও অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সৌভাগ্যক্রমে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না।’

     

     

    ৩০ মে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখমুখ হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগেই রাবাদা সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা মোসাজির, ‘আমরা তাকে প্রথম ম্যাচে পাওয়ার ব্যাপারেই আত্মবিশ্বাসী। তবুও আমরা তাকে সুস্থ হওয়ার জন্য যতটা সম্ভব বেশি সময় দিতে চাই। তবুও নির্বাচকরা বিকল্প হিসেবে অনেককে রেখেছেন।’

    এদিকে কাঁধের ইনজুরির কারণে আইপিএল থেকে আগেভাগেই দেশে ফিরেছেন স্টেইনও। ইংল্যান্ডের বিপক্ষে তিনিও খেলতে পারবেন, এমনটাই প্রত্যাশা মোসাজির, 'সে দেশে ফিরে ডাক্তার দেখিয়েছে। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। স্ক্যানে দেখা গেছে ইনজুরিটা খুব গুরুতর কিছু না। আশা করছি বিশ্বকাপের আগে দলের সাথে ক্যাম্পে সে যোগ দিতে পারবে।’