আইপিএলের পর বিশ্বকাপও জিততে চান পান্ডিয়া
বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল টক শোর সেই কেলেঙ্কারির পর। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন পান্ডিয়া। শ্বাসরুদ্ধকর এক ফাইনালে জয়ের পর পান্ডিয়া বলছেন, এবার বিশ্বকাপটাও জিততে চান তিনি।
ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে খুব বেশিকিছু করতে পারেননি পান্ডিয়া। ব্যাট হাতে করেছেন ১৬ রান, এক ওভার বল করে তিন রান দিয়ে পাননি কোন উইকেট। ফাইনালে বড় কিছু না করলেও সব মিলিয়ে অবশ্য মৌসুমটা ভালোই কেটেছে তাঁর। ব্যাট হাতে তিনি ৪০২ রান করেছেন, স্ট্রাইক রেট ১৯১; বল হাতে নিয়েছেন ১২ উইকেট, ক্যাচ ধরেছেন ১১টি।
মুম্বাইয়ের হয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে উচ্ছ্বসিত পান্ডিয়া, জিততে চান ভারতের হয়ে বিশ্বকাপও ‘এবার খুব করেই আইপিএলটা জিততে চেয়েছিলাম। এখন সব মনোযোগ বিশ্বকাপের দিকে। আইপিএলে যেভাবে শিরোপা জিতেছি, বিশ্বকাপেও ভারতের হয়ে ট্রফিটা জিততে চাই। এটা স্কোয়াডের সবাই চাইছে।’
কফি উইথ কারানের সেই বিতর্কিত ঘটনার পর বেশ বড় ধাক্কা খেয়েছিলেন পান্ডিয়া। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলছেন, আইপিএলের মাধ্যমে সেই ধাক্কাটা কাটিয়ে উঠেছেন পান্ডিয়া, ‘আইপিএলের আগে অনেকেই ভালো ফর্মে ছিল না। কিন্তু এই টুর্নামেন্টে তাঁরা ফর্মে ফিরেছে, পান্ডিয়া এটার সবচেয়ে বড় উদাহরণ। বিতর্কিত ঘটনার সাথে যুক্ত হয়েছিল তাঁর ইনজুরিও, কয়েকটা ম্যাচও সে খেলতে পারেনি। তবে আইপিএলে দুই বিভাগেই সে দারুণ পারফর্ম করেছে। বিশ্বকাপের আগের তাঁর ফর্মে ফেরা ভারতের জন্য সুসংবাদই বটে।’
আইপিএলের মতো বিশ্বকাপেও কি সাফল্য পাবেন পান্ডিয়া?