বাটলারকে কোহলি-ভিভদের পাশে রাখতে চান হুসাইন
গত কয়েক বছর ধরেই ব্যাট হাতে আছেন দুর্দান্ত ফর্মে। এই বছরে জস বাটলারের পারফরম্যান্সের গ্রাফটা আরও উপরের দিকেই উঠেছে, বিশ্বকাপেও ইংল্যান্ডের অন্যতম মূল ভরসা তিনিই। মিডল অর্ডারে নেমে তাঁর ঝড়ো ব্যাটিংয়ে বহুবার বড় স্কোর দাড় করিয়েছে ইংল্যান্ড। সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসাইন বলছেন, তিনি বাটলারকে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও ভিভ রিচার্ডসনের মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের সাথে একই কাতারে রাখতে চান।
এই বছরে ১০৭ গড়ে বাটলার ওয়ানডেতে করেছেন ৩২১ রান। এক ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই স্ট্রাইক রেট ছিল একশর ওপরে। আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে করেছেন ৩০০ এর বেশি রান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৫৫ বলেই করেছিলেন ১১০ রান। তাঁর ইনিংসেই ম্লান হয়ে গিয়েছিল জেসন রয়ের ৯৮ বলে ৮৭ রানের ইনিংসটি।
হুসাইন বলছেন, সর্বকালের সেরা বিধ্বংসী ব্যাটসম্যানদের তালিকায় অনায়াসেই থাকবে বাটলারের নামও, ‘তাকে নিয়ে এখনই খুব বেশি বড় মন্তব্য করতে চাই না। কিন্তু গত কয়েক বছরে তাঁর যে রেকর্ড, এতে সে বিধ্বংসী ব্যাটসম্যানদের সেরাদের তালিকায় ওপরের দিকেই থাকবে। কোহলি, এবি, ভিভদের সাথে তাকেও আমি এই তালিকায় রাখতে চাই।’
এদিকে বাটলারের সতীর্থ রয় বলছেন, টপ অর্ডারের ব্যাটসম্যানদের সবসময়ই ম্লান করে দেয় বাটলারের ব্যাটিং, ‘সে আসলে এরকম বিধ্বংসী ইনিংস অনায়াসেই খেলে। টপ অর্ডারে আমরা যারা ব্যাটিং করি, ম্যাচ শেষে তাদেরকে ইনিংসকে খুবই ধীরগতির মনে হয় বাটলারের সামনে! সে সবসময়ই খুব পরিশ্রমী, এটার ফলাফলও সে পায়।’
আজ তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে বাটলারকে।