• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আর্চারের কারণে বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে ওকস

    আর্চারের কারণে বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে ওকস    

    জোফরা আর্চারকে বিশ্বকাপ দলে চান না, এটা তিনি সরাসরিই বলছেন আগে থেকেই। তবে শেষ পর্যন্ত আর্চার স্কোয়াডে ঢুকলে বাদ পড়তে হবে নিয়মিত কাউকে। স্কোয়াডে নিজের জায়গা নিয়ে তাই শঙ্কিত ইংল্যান্ড পেসার ক্রিস ওকস। তাঁর ভয়, আর্চারকে সুযোগ দিতে গিয়ে তাকেও বাদ দিতে পারেন ইংলিশ নির্বাচকরা।

    পাকিস্তানের বিপক্ষ শেষ দুই ম্যাচে খেলেননি আর্চার। তবে এর আগে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে নিজের আগমনী বার্তা দিয়েছেন গতির ঝড় তুলে। অন্যদিকে ওকস গত ম্যাচে ৪ উইকেট নিয়েছেন, এটি তাঁর ক্যারিয়ারের এগারোতম চার উইকেট শিকার।

    অ্যান্ড্রু ফ্লিনটফ বলেছিলেন, আর্চারকে যেভাবেই হোক বিশ্বকাপে খেলানো উচিত। সেটা যদি নিয়মিত কাউকে বাদ দিয়েও হয়, তাতেও আপত্তি থাকবে না তাঁর। বাদ পড়া বোলারটা হতে পারেন ওকস নিজেই, এমন শঙ্কায় আছেন তিনি, ‘আসলে এই পরিস্থিতিতে নিশ্চয়তা বলে কিছু নেই। সবসময়ই আপনাকে পারফর্ম করে যেতে হবে। আমি সেটাই করছি। আপনার মনে হতে পারে ভালো পারফর্ম করলেই আপনি বিশ্বকাপে খেলবেন, কিন্তু চূড়ান্তভাবে স্কোয়াড ঘোষণা না করলে সেটা বলা যাচ্ছে না। আশা করি আমিও খেলব বিশ্বকাপ, তবে অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত।’

     

     

    আর্চারের আগমনে সবার মাঝে প্রতিযোগিতা বেড়েছে, মানছেন ওকস, ‘গত কয়েক বছরের তুলায় এখন একাদশে সুযোগ পাওয়ার প্রতিযোগিতা অনেক বেশি। বোলারদের জন্য অবশ্য সবসময়ই প্রতিযোগিতাটা ব্যাটসম্যানদের চেয়ে বেশি থাকে। আর্চার আসায় এটা আরও বেড়েছে। সে বিশ্বকাপে খেললে আরেকজন বাদ পড়বেই, এটা খুবই দুঃখজনক হবে।’

    এবারের বিশ্বকাপে অনেক বেশি রান উঠবে, এই ব্যাপারে সতর্ক করেছেন অনেকেই। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেও এর আভাস মিলেছে, ৩০০ রানের বেশি করেছে দুই দলই। ওকস নিজেও এই ব্যাপারে কিছুটা শঙ্কিত, ‘সবাই হয়ত আঁচ করতে পারছে, এই বিশ্বকাপে অনেক রান উঠবে। কিছু কিছু মাঠে তো নিশ্চিতভাবেই এটা হবে। এতে অবাক হওয়ার কিছু নেই।’