• লা লিগা
  • " />

     

    গ্রিজমানের বিদায়েও দুশ্চিন্তায় নেই সিমিওনে

    গ্রিজমানের বিদায়েও দুশ্চিন্তায় নেই সিমিওনে    

    অ্যাটলেটিকো মাদ্রিদে পাঁচ বছর খেলেছেন তিনি, প্রতি মৌসুমেই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ২৬ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড আতোইন গ্রিজমান কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য বলছেন, গ্রিজমান চলে গেলেও তাঁর দলের খুব একটা সমস্যা হবে না।

    পাঁচ মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে গ্রিজমান করেছেন ১৩৩ গোল। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের বাইরে লা লিগার তৃতীয় শিরোপা প্রত্যাশী দল হয়ে উঠেছে অ্যাটলেটিকো, সেটার পেছনে বড় ভূমিকা আছে তাঁরও। তবে অ্যাটলেটিকোর জার্সি গায়ে আর খুব বেশিদিন দেখা যাবে না তাঁকে। এই মৌসুম শেষেই বিদায়ের ঘোষণা দিয়েছেন, যোগ দিতে পারেন বার্সাতে।

    সিমিওনে অবশ্য গ্রিজমানের বিদায় নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘দশ বছর ধরে এই দলটা গড়ে উঠেছে। রিবাস, টারান, গার্সিয়া, ফ্যালকাও, ফোরলান। আগুয়েরোদের মতো ফুটবলার চলে গেছে। কিন্তু প্রতিবারই ক্লাব আগের চেয়ে শক্তিশালী হয়েছে। একজন চলে গেলে অ্যাটলেটিকোর তেমন ক্ষতি হবে না।’

     

     

    বিদায় বেলায় গ্রিজমানকে বিশেষ ধন্যবাদ দিতে চান সিমিওনে, ‘গত পাঁচ বছর সে আমাদের সাথে খেলেছে, ক্লাবকে অনেক কিছু দিয়েছে সে। আমরা তাঁকে ধন্যবাদ দিতে চাই। তাঁর কাছে অ্যাটলেটিকো আজীবন ঋণী থাকবে। তাঁর বিদায় নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। আশা করি সে যেখানেই যাবে ভালো খেলবে।’

    গ্রিজমানের বদলে সিমিওনে নতুন কাউকে খোঁজাও শুরু করেছেন, ‘আমরা এমন কাউকে চাই যে পুরো মাঠ দৌড়াতে পারবে, প্রতি মৌসুমে ২০ গোল করতে পারবে, যার দামটাও একটু কম হবে।’

    গ্রিজমানের বিকল্প কি খুঁজে পাবেন সিমিওনে?