আফগানিস্তানের বিপক্ষে জয় পেতেই মুখিয়ে আছেন হোল্ডার
গত বছর আফগানিস্তান তাদের হারিয়েছিল দুইবার। দুইবারই ওয়েস্ট ইন্ডিজ আফগানদের কাছে হেরেছিল বিশ্বকাপের বাছাইপর্বে। বাছাইপর্ব উতরে দুই দলই খেলবে ইংল্যান্ড বিশ্বকাপে, সেখানে মুখোমুখিও হবে তাঁরা। ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার বলছেন, এই বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতেই তিনি সবচেয়ে বেশি মুখিয়ে আছেন।
বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছিল আফগানরা। ফাইনালে আবার মুখোমুখি হয় দুই দল, সেবারও ক্যারিবিয়ানদের তাঁরা হারায় ৭ উইকেটে। এর আগের তিন দেখায় একটি করে জিতেছে দুই দল, অন্য ম্যাচটির ফলাফল আসেনি। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে আছেন রশিদ খানরা।
বিশ্বকাপে বাছাইপর্বের দুই হারের বদলা নিতে চান হোল্ডার, ‘আমি আফগানিস্তানের ম্যাচটার জন্য অপেক্ষা করছি, বিশেষ করে বাছাইপর্বের ফাইনালের সেই হারের পর থেকে। মুখোমুখি লড়াইয়ে তাঁরা আমাদের চেয়ে এগিয়ে আছে। তাই আমরা তাদের হারাতে চাই এবার। আফগানিস্তানের বর্তমান দলটা দারুণ, তাদের সাম্প্রতিক রেকর্ডও ভালো। বাছাইপর্বে আমাদের সাথে যা হয়েছিল সেটা এবার হতে দিতে চাই না।’
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে, এমনটা বলছেন না খুব বেশি কেউ। ‘আন্ডারডগ’ খেতাবটা নিয়ে বিশ্বকাপে যাওয়াতে অবশ্য খুশি হোল্ডার, ‘বিশ্বকাপ বাছাইপর্বে আমরা ফেভারিট ছিলাম। মূল টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ ‘আন্ডারডগ’ হিসেবেই খেলবে। আমাদের থেকে কেউই খুব বেশি কিছু আশা করছে না। আশা করি এই বিশ্বকাপের পর আমরাও ফেভারিটদের তালিকায় চলে আসবো। আমরা বিশ্বকাপের ফেভারিট ইংল্যান্ডের সাথে ২-২ এ সিরিজ ড্র করেছি। তাই বলা যায় না বিশ্বকাপে কী হতে পারে! নিজেদের দিনে যারা ভালো খেলবে, তাঁরাই জিতবে। ’