দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডকে হারাতে প্রস্তুত অস্ট্রেলিয়া: ল্যাঙ্গার
ঘরের মাটিতে বিশ্বকাপে ইংল্যান্ডই ফেভারিট, কমবেশি সবার মুখেই শোনা যাচ্ছে এমন কথা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সেটার প্রমাণ দিচ্ছে এউইন মরগানের দল, বিশাল লক্ষ্য তাড়া করে অয়ানাসেই জিতেছে তাঁরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন ফর্মে কি একটু চিন্তায় পড়ে গেছে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য বলছেন, দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডকে হারাতে প্রস্তুত তাঁরা।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড করেছিল ৩৭৩ রান। পরের দুই ম্যাচে পাকিস্তানের দেওয়া ৩৫৯ ও ৩৪১ রানের পাহাড়সম লক্ষ্য পেরিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রতি ম্যাচেই কোন না কোন ইংলিশ ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরি।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, ২৫ মে মূল টুর্নামেন্টে খেলতে তাঁরা। ইংল্যান্ডকে ফেভারিট মানলেও তাদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ল্যাঙ্গার, ‘তাঁরা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে তাইনা? সেইদিনও পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ দেখলাম। এই টুর্নামেন্টে তাঁরাই ‘হট-ফেভারিট’। নিজেদের মাটিতে খেলছে তাঁরা। আমরাও মুখিয়ে আছি তাদের সাথে খেলার জন্য। দুই দলের লড়াইটা সবসময়ই জমজমাট হয়। বিশ্বের সেরা দলের বিপক্ষে অস্ট্রেলিয়া কীভাবে খেলে, সেটাই দেখতে চাই। আমরাও জয়ের ব্যাপারে আশাবাদী।’
গত দুই মাসে টানা আট ম্যাচ জিতেই ইংল্যান্ডে খেলতে আসছে অস্ট্রেলিয়া। নিজেদের ধারাবাহিকতা ধরে রাখাটাই ল্যাঙ্গারের মূল লক্ষ্য, ‘যেভাবে খেলে আমরা শেষ আট ম্যাচে জয় পেয়েছি, সেটাই ধরে রাখতে চাই। যখন ইংল্যান্ড ও ভারতের মতো দলের বিপক্ষে খেলব, তখন লড়াইটা বেশি কঠিন হবে। তাদের মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’