• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    অধিনায়কের রানই যখন মাথাব্যথা শ্রীলংকার!

    অধিনায়কের রানই যখন মাথাব্যথা শ্রীলংকার!    

    গত চার বছরে যিনি একটিও ওয়ানডে খেলেননি, তাঁকেই বিশ্বকাপের জন্য অধিনায়ক করেছে শ্রীলংকা। দিমুথ করুনারত্নের অধিনায়ক হওয়াকে তাই ভালো চোখে দেখেননি অনেকেই। লংকান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন বলছেন, নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণের জন্য করুনারত্নের রান পাওয়া খুব বেশি জরুরী।

    নিজের ক্যারিয়ারে করুনারত্নে ওয়ানডে খেলেছেন মাত্র ১৭টি। শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালে। লংকানদের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করলেও ওয়ানডেতে ফেরার আশা হয়ত তিনি নিজেও করছিলেন না। তবে সবাইকে অবাক করে মার্চেই আভাস দেওয়া হয়েছিল, করুনারত্নেই হচ্ছেন বিশ্বকাপে লংকানদের অধিনায়ক। ওই মাসের শেষে মদ্যপ অবস্থায় অন্য গাড়িকে ধাক্কা মেরে গ্রেফতার হন তিনি। সেই ঘটনায় কম সমালোচনা শুনতে হয়নি তাঁকে। এরপর অবশ্য তাঁকেই বিশ্বকাপের জন্য অধিনায়ক ঘোষণা করে শ্রীলংকান বোর্ড।

    মুরালিও করুনারত্নের অধিনায়ক হওয়া নিয়ে খুশি হতে পারছেন না, ‘যে দলের নেতৃত্ব দেবে, তাঁকে খুব শক্ত মানসিকতার হতে হবে। করুনারত্নে এমন কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তাঁকে অধিনায়ক হিসেবে খুব বেশি আমি দেখিনি। আফ্রিকাতে টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে তাঁর। এত বছর পর ওয়ানডেতে ফিরেই সে অধিনায়ক হচ্ছে, তাও আবার বিশ্বকাপে। নিজেকে প্রমাণের জন্য তাঁকে অবশ্যই রান করতে হবে। ব্যাটসম্যান হিসেবে দলে থিতু হতে না পারলে সে ভালো অধিনায়কও হতে পারবে না। তবুও নতুন নেতৃত্ব অনেক সময় ভালো কিছু উপহার দিতে পারে, সেই আশাতেই আছে সবাই।’

     

     

    কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে ক্রিকেটারদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না অনেকদিন ধরেই। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সাথে তাঁর দ্বন্দ্বটা প্রকাশ্যেই দেখা গেছে। মুরালির মতে, দলকে একতাবদ্ধ না করতে পারলে তাঁর সরে দাঁড়ানো উচিত, ‘তাঁর অনেকের সাথেই সমস্যা ছিল। অনেক খারাপ সিদ্ধান্তও হয়ত নিয়েছেন তিনি। তাঁর ব্যাপারে সবকিছু আসলে গুজব কিনা সেটা জানিনা। তবে দলকে যদি একতাবদ্ধ না করতে পারেন একজন কোচ, তাহলে তিনি ব্যর্থ। শ্রীলংকাকে একটা দল হিসেবে খেলতে হবে, যা বর্তমানে হচ্ছে না। সবাই নিজের মতো করে খেলছে, এটা বন্ধ করার পরামর্শই দেবো আমি।’