• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    মধুর সমস্যাই কঠিন মরগানের জন্য

    মধুর সমস্যাই কঠিন মরগানের জন্য    

    বিশ্বকাপ স্কোয়াডে চূড়ান্ত পরিবর্তন আনতে হবে আর তিন দিনের মাঝেই। বিশ্বকাপে কোন ১৫ জন খেলবেন ইংল্যান্ডের হয়ে? খোদ ইংলিশ অধিনায়ক এউইন মরগানও এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না! মরগান বলছেন, শেষ পর্যন্ত কে দলে ঢুকবেন আর কে বাদ পড়বেন, সেটা তিনি নিজেও জানেন না।

    চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে লড়াইটা হবে মূলত বোলারদের মাঝে। জোফরা আর্চার বিশ্বকাপে খেলবেন কিনা, সেটাই গত দেড় মাস ধরে বড় প্রশ্ন। প্রাথমিক স্কোয়াডে জায়গা না পেলেও এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি তাঁর। ক্রিস ওকস, মার্ক উডরা তো প্রকাশ্যেই আর্চারের দলে অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা করেছেন। তবে শেষ পর্যন্ত কে বাদ পড়েন, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন সবাই।

    পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে ৪-০ তে সিরিজ জিতেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে মরগানের সামনেও ছিল একই প্রশ্ন, কেমন হবে চূড়ান্ত স্কোয়াড। মরগান নিজেও এর উত্তরটা জানেন না, ‘চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে কে থাকবে, আমিও জানি না। এখন পর্যন্ত সবাই খুব ভালো খেলেছে। সবার পারফরম্যান্সেরই উন্নতি হয়েছে। শেষ পর্যন্ত কারা বিশ্বকাপে খেলবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে যাই হোক না কেন, বিশ্বকাপের সময় যেকোনো পরিস্থিতিতে সবাই দলকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে।’

     

     

    গতকাল পাঁচ উইকেট নিয়ে একাই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন ওকস। এমন পারফরম্যান্সের পরেও বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে চিন্তায় আছেন তিনি, ‘সবাই নিজের ফোনের দিকে তাকিয়ে থাকবে। যদিও আপনি মনে করেন যে বিশ্বকাপে সুযোগ পাওয়ার শতভাগ সুযোগ আপনার আছে, তাও নির্বাচকদের মুখ থেকে না শোনা পর্যন্ত বিশ্বাস করার উপায় নেই। নির্বাচকদের জন্যও কাজটা খুব কঠিন।’

    আগামীকাল মরগান, কোচ ট্রেভর বেয়লিস ও নির্বাচকরা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবেন বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড।