• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    চাপই সেরাটা বের করে আনবে, বিশ্বাস কোহলির

    চাপই সেরাটা বের করে আনবে, বিশ্বাস কোহলির    

    বিশ্বকাপের অন্যতম ফেভারিট তাঁরা। প্রায় সব বিশ্লেষকদের সেরা চারের তালিকাতেই থাকছে ভারতের নাম। ইংল্যান্ডের উদ্দেশ্যে ভারত ছাড়ার আগে অধিনায়ক বিরাট কোহলি বলছেন, কন্ডিশন নয়, চাপের সাথে লড়াই করাটাই হবে সবচেয়ে কঠিন কাজ। তবে তাঁর বিশ্বাস, চাপই সেরাটা বের করে আনবে। 

    ১৯৮৩ সালে এই ইংল্যান্ডেই প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত। এখানেই ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হারতে হয়েছিল তাদের। গত বছর ইংল্যান্ড সফরে এসে ওয়ানডে ও টেস্ট সিরিজ দুটিই হেরেছে ভারত। সিরিজ হারলেও ব্যাট হাতে কোহলি ছিলেন দুর্দান্ত, বোলারও ভালো বোলিং করেছেন।

    বিশ্বকাপ স্কোয়াডের প্রায় সবাই ইংলিশ কন্ডিশনের সাথে পরিচিত থাকায় এটা নিয়ে খুব বেশি ভাবছেন না কোহলি, ‘টেস্ট সিরিজের সময় যে কন্ডিশন ছিল, বিশ্বকাপে সেটা খুব একটা পরিবর্তন হবে না। কন্ডিশন নিয়ে তাই বেশি ভাবছি না। বিশ্বকাপের সময় যে চাপটা থাকবে, সেটাই প্রধান চিন্তার বিষয়। চাপ অবশ্য দলের জন্য একদিকে ভালো, সবার সেরাটা বের করে আনবে এমন পরিস্থিতি। আমি যে কয়টা বিশ্বকাপে খেলেছি, এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। বিশ্বকাপের ফরম্যাটই এমন। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ পর্ব বলে কিছু নেই। টানা চার ম্যাচে আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ থাকবে। প্রথম ম্যাচ থেকেই তাই সবাইকে ফর্মে থাকতে হবে।’

    ভারতের এবারের স্কোয়াডে সবদিক দিয়েই ভারসাম্য আছে, মানছেন কোহলি, ‘আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী। আইপিএলেও সেটার প্রমাণ পেয়েছে সবাই। স্কোয়াডের সবাই দারুণ ফর্মে আছে, এটাকে বিশ্বকাপেও ধরে রাখতে হবে।’

    ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজে রানবন্যা দেখেছে ক্রিকেটবিশ্ব। বিশ্বকাপেও যে ব্যাটসম্যানরা অনেক বেশি রান তুলবেন, সে নিয়েও খুব বেশি সন্দেহ নেই বিশ্লেষকদের। কোহলি অবশ্য বলছেন, দ্বিপাক্ষিক সিরিজে বড় স্কোর হলেও বিশ্বকাপে তেমন কিছু হবে না, ‘বিশ্বকাপে দলগুলো রান করবে, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে যেমনটা হয়েছে ওরকম বড় স্কোর হওয়ার সম্ভাবনা কম। খুব কম রান হবে সেটাও না, ২৬০-২৭০ এর আশেপাশে হবে গড় রান। এরকম রান স্কোরবোর্ডে দাড় করিয়েও জেতা যাবে, কারণ তাড়া করতে নামা দল চাপে থাকবে। বিশ্বকাপ জুড়েই এমনটা দেখা যাবে, কিছু ম্যাচে হয়ত অনেক বেশি রান উঠবে।’