আগের বিশ্বকাপের সাফল্য ভুলে যেতে বলছেন সাউদি
২০১৫ বিশ্বকাপে ঘরের মাটিতে সব ম্যাচে জিতেই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। কিউইদের সেই অবিশ্বাস্য যাত্রা থেমেছিল ফাইনালে এসে, অস্ট্রেলিয়ার কাছে হেরেই শিরোপা জেতা হয়নি তাদের। নিউজিল্যান্ড পেসার টিম সাউদি বলছেন, আগেরবারের ফাইনালের ওঠা এবার খুব বেশি সাহায্য করবে না দলকে। তাঁর মতে, গতবারের সাফল্যের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেই ইংল্যান্ড বিশ্বকাপে মাঠে নামতে হবে তাদের।
ইংলিশ কন্ডিশনে সাফল্য পাওয়াটা সহজ হবে না বলেই বিশ্বাস সাউদির, ‘গতবার নিউজিল্যান্ড অভাবনীয় সাফল্য এয়েছিল। এবার খানিকটা ভিন্ন হবে সবকিছু। আমরা এবার আর ঘরের মাঠে খেলছি না, এটা সবাইকে মনে রাখতে হবে। গতবারের সাফল্যের কথা তাই ভুলে যেতে হবে। আমাদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
২০১৫ বিশ্বকাপের পর দল অনেক বদলে গিয়েছে বলেই ধারণা সাউদির, ‘শেষ চার বছরে দল অনেক বদলে গেছে। ক্রিকেটার হিসেবে আমি নিজেও বদলে গেছি। তাই আগেরবার কী হয়েছিল, সেটার হিসেবে এবার পরিকল্পনা সাজালে চলবে না।’
মূল টুর্নামেন্টে মাঠে নামার আগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডে পৌঁছে লন্ডনে অনুশীলন শুরু করেছেন তারা। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ারই সাউদিদের প্রধান লক্ষ্য, ‘অনেকদিন পর দলের সবাই একসাথে অনুশীলন করেছে। একসাথে সময় কাটানো নিশ্চয়ই সবাই মিস করেছেন। দলের সবাই মুখিয়ে আছে বিশ্বকাপ খেলার জন্য, সেটা সবার চোখেমুখেই স্পষ্ট দেখা যাচ্ছে।’
১ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ড।