• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'অস্ট্রেলিয়ার স্পিনাররাই বিশ্বকাপে পার্থক্য গড়ে দেবে'

    'অস্ট্রেলিয়ার স্পিনাররাই বিশ্বকাপে পার্থক্য গড়ে দেবে'    

    ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য এসেছিল পেসারদের কল্যাণেই। সেবার মাত্র একটি ম্যাচেই স্পেশালিষ্ট স্পিনার জাভিয়ের ডোহার্টিকে খেলিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিংয়ের মতে, এবার সেরকম কিছু হচ্ছে না। পন্টিং বলছেন, স্পিনারদের কীভাবে ব্যবহার করবেন অ্যারন ফিঞ্চ, বিশ্বকাপ জেতার ক্ষেত্রে মুখ্য বিষয় হবে সেটাই।

    অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে স্পেশালিষ্ট স্পিনার আছে দুইজন। অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন দুজনেই বল হাতে আছেন দারুণ ফর্মে। এই দুইজন ছাড়াও আছেন গ্লেন ম্যাক্সওয়েল। দলের এই তিন স্পিনারকে ভালভাবে ব্যবহার করাই ফিঞ্চের প্রধান চ্যালেঞ্জ, মানছেন পন্টিং, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়া কেমন করবে, সেটা অনেকটাই নির্ভর করবে দলের স্পিনাররা কেমন বোলিং করেন। ব্যাটসম্যানরা কীভাবে প্রতিপক্ষের স্পিনারদের সামলান, সেটাও বড় ফ্যাক্টর হবে। স্পিনাররা গত দেড় বছরে খুব ভালো পারফর্ম করছে। জাম্পা, লায়ন ভালো ফর্মে আছে, ম্যাক্সওয়েলও তাদের দারুণ সঙ্গ দিতে পারবে। ফিঞ্চ তাদের কীভাবে ব্যবহার করে, সেটাই দেখার অপেক্ষায় আছি।’

     

     

    মিডল অর্ডারের ব্যাটসম্যানরা স্পিন ভালভাবে সামলাবেন, বিশ্বাস পন্টিংয়ের, ‘শেষ ১২-১৮ মাসে আমাদের ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে ভালো করেছে। এখন ওয়ার্নার-স্মিথও ফিরেছে, তারা দুইজন স্পিনে দুর্দান্ত খেলে। সব মিলিয়ে দলের ব্যাটিং লাইনআপ প্রতিপক্ষের স্পিন আক্রমণ মোকাবেলা করতে প্রস্তুত।’

    বিশ্বকাপের আগে টানা আট ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। ফিঞ্চকে এই ব্যাপারটা বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলেই জানালেন পন্টিং, ‘সাম্প্রতিক সময়ে তাঁর অধীনে টানা জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ নিজেও রান পাচ্ছে, সব মিলিয়ে বাড়তি আত্মবিশ্বাস কাজ করবেই। বিশেষ করে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে সিরিজ জেতা অনেক বড় ব্যাপার। বিশ্বকাপে এই অস্ট্রেলিয়া দলটা ভালো কিছুই করবে।’