'সুযোগ থাকলে' কোহলিকে দলে চাইতেন মাশরাফি
বিশ্বকাপে অন্য কোনও দল থেকে কাউকে বেছে নিতে বললে কাকে নিতেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কদের কয়েকজন সে প্রশ্নটার জবাব দেননি, কেউ একটু ব্যাখ্যা করেছেন। তবে মাশরাফি সময় নেননি মোটেও, ভারত অধিনায়ক বিরাট কোহলির দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘দ্যাট গাই’!
বিশ্বকাপ শুরুর আগে লন্ডনে অধিনায়কদের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এমন বলেছেন মাশরাফি। গত চার বছরে বাংলাদেশের উন্নতির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন অভিজ্ঞতার কথা, “দেখুন, আমাদের এমন ছেলেরা আছে, যারা বেশ কিছুদিন ধরেই একত্রে খেলছে। সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের দারুণ একটা মিশ্রণ আছে আমাদের।”
টুর্নামেন্টে নিজেদের আত্মবিশ্বাসের ব্যাপারে তিনি বলেছেন, “আমাদের ক্ষেত্রে ভাল শুরুটা গুরুত্বপূর্ণ। আমরা আত্মবিশ্বাসী, শুরুটা ভাল হলে আমরা টিকে থাকতে পারব। ২ তারিখ আশা করি সেটা হবে, (দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসির দিকে ইঙ্গিত করে) ফাফের দলের বিপক্ষে।”
এরপর পাশ থেকে অবশ্য ডু প্লেসি বলেছেন, “আশা করি সেটা হবে না।”
অনুষ্ঠানের শেষদিকে অধিনায়কদের জিজ্ঞাসা করা হয়, অন্য কাউকে বেছে নেওয়ার ব্যাপারে। ইংল্যান্ড অধিনায়ক অইন মরগান অবশ্য বর্তমান কোনও ক্রিকেটারকে বেছে নেননি, তার চাওয়া অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে থাকা দুবারের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে দলে নেওয়া।
ভারত অধিনায়ক বিরাট কোহলি চেয়েছেন ফাফ ডু প্লেসিকে। পাকিস্তানের সরফরাজ আহমদের ইচ্ছা, ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার তার দলে খেলুন। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার কথা, ডু প্লেসি বলেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর কথা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার, আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব এড়িয়ে গেছেন এ প্রশ্ন।
শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেছেন, সুযোগ থাকলে ইংল্যান্ডের বেন স্টোকসকে নিতেন তিনি, আর আফগানিস্তানের রশীদ খানের কথা বলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।