• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    আগে একাদশে সুযোগ পেতে চান রুবেল

    আগে একাদশে সুযোগ পেতে চান রুবেল    

    কার্ডিফের মতো দেশের বাইরে আর কোন ভেন্যু বোধ হয় বাংলাদেশকে এতোটা দুহাত ভরে দেয়নি। এই কার্ডিফে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ, দুই বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে কোণঠাসা হয়েও পেয়েছিল দারুণ একটা জয়। সেখানে আজ অনুশীলন করেছে বাংলাদেশ, মাঠে যাওয়ার সময় সার বেঁধে দাঁড়িয়ে থাকা স্কুলের ছেলেমেয়েরা চিৎকার করে অভিবাদনও জানিয়েছে। ডাবলিন থেকে ঠাণ্ডাও কম, বাংলাদেশের জন্য একটু স্বস্তিদায়কই হওয়ার কথা। পরশু এখানেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রুবেল হোসেন হয়তো সেখানে বল করারও সুযোগ পাবেন। আজ যেমন জানালেন, সুযোগ পেলে সেটি কাজে লাগাতে চান দুহাত ভরেই।

    মোহাম্মদ সাইফ উদ্দিনের জন্য দলে থেকেও ওয়ানডে একাদশে অনিয়মিত হয়ে গেছেন রুবেল। ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচেই শুধু সুযোগ পেয়েছিলেন। তার আগে নিউজিল্যান্ড সিরিজেও নেমেছিলেন শুধু একটি ম্যাচে। তবে বড় উপলক্ষে যে জ্বলে উঠতে ভালোবাসেন, সেই প্রমাণ দিয়েছেন গত বিশ্বকাপেই। আজও কার্ডিফের অনুশীলন শেষেও বললেন, সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করবেন, 'আলহামদুলিল্লাহ ভালো, আমি এখন ফিট আছি। আমাকে খেলানোর সুযোগ দিলে আমি আমার সেরাটাই দিতে চেষ্টা করব। এখন সুযোগের অপেক্ষায় আছি।’

    বিশ্বকাপের আগে কি নিজের কোনো ব্যক্তিগত লক্ষ্য আছে? রুবেল আপাতত শুধু সুযোগ পাওয়া নিয়েই ভাবছেন, ‘আমার পার্সোনাল লক্ষ্য কিছু না, আমি চাই ভালো বল করতে। আমি যেন ম্যাচ জয়ে কিছুটা অবদান রাখতে পারি। বিশ্বকাপে সবায় চাই পারফর্ম করতে, আমিও তাই চাই।’

    ডাবলিনে রুবেল নিজে সেরকম সুযোগ না পেলেও রাহী ৫ উইকেট পেয়েছেন, মোস্তাফিজ একটা ম্যাচে সেরা হয়েছেন। মাশরাফি ও সাইফ উদ্দিনও ভালো করেছেন। তবে সব মিলে পেস বোলিংয়ে এখনো উন্নতির কিছু জায়গা আছে বাংলাদেশের। রুবেল বললেন, ভালো কিছু করার জন্য তারা অনেক খাটছেন, ‘অবশ্যই এই ধরনের কন্ডিশনে পেয়ারদের ভালো করতে হবে। পেসারদের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমাদের জন্যও এখানে ভালো করাটা বড় চ্যালেঞ্জ। এখানে আমরা কম রান দেব, উইকেট বের করব, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এটা নিয়ে আমরা অনেক খাটছি। নতুন বলে, মিডল ওভারে, ডেথ ওভারে কীভাবে বল করা যায় সেই চেষ্টা করছি। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় ভালো কিছুই হবে।’  

     

     

    রুবেল জানালেন, আপা্তত দলে কোনো চোটের সমস্যা নেই। সাকিব আল হাসান বোলিং-ব্যাটিং শুরু করেছেন, এখন ভালো বোধ করছেন বলেও জানালেন। আজ অনুশীলনে হালকা বোলিং করেছেন মাহমুদউল্লাহও। বিশ্বকাপের আগে বাংলাদেশ চাইবে, অন্তত চোটের যেন কোনো দুঃসংবাদ শুনতে না হয়।