• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'চিড় ধরা' আঙুল নিয়েও মরগানকে নিয়ে আশাবাদী ইংল্যান্ড

    'চিড় ধরা' আঙুল নিয়েও মরগানকে নিয়ে আশাবাদী ইংল্যান্ড    

    চোট পাওয়া আঙুল বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচে খেলা থেকে অধিনায়ক অইন মরগানকে বিরত রাখবে না বলে আশাবাদি ইসিবি ও মরগান নিজে। ফিল্ডিং অনুশীলনের সময় ডানহাতের তর্জনি ‘স্থানচ্যুত’ হয়ে গেছে মরগানের, ধরেছে চিড়ও। আপাতত সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খেলবেন না তিনি। 

    সাউদাম্পটনে বোলিং মেশিনের সামনে স্লিপে ক্যাচিং অনুশীলন করছিলেন মরগান, সে সময়েই পেয়েছেন চোট। তবে পরে স্ক্যানে জানা গেছে, সেটা খুব বেশি সিরিয়াস নয়। ইসিবির পক্ষ থেকে ‘ফ্লেক ফ্র্যাকচার’ এর কথা বলা হলেও পরে মরগান আইসিসির অফিশিয়াল বিশ্বকাপ টুইটার ফিডে সাবেক আয়ারল্যান্ড ক্রিকেটার ও বিশ্বকাপে ডিজিটাল মিডিয়ার সঞ্চালক নিয়াল ও’ব্রায়েনকে বলেছেন, আঙুলটা নড়ে গেছে তার। 

    “চোটের জন্য আঙুলের চেয়ে ভাল কিছু হয়তো আমি আশা করতে পারতাম না। অনুশীলনে একটা ক্যাচ ফেলেছিলাম, এরপরই আঙুলটা নড়ে গেছে, খুব সূক্ষ্ণ একটা চিড়ও ধরেছে। তবে আমি খেলার জন্য ঠিক আছি। দুর্ভাগ্যজনকভাবে আমি কালকের(অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ) ম্যাচটা খেলতে পারব না, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের হিসেবে আমি ঠিক আছি, তার আগেই সেরে উঠব। খুবই ভাল একটা খবর এটা। আমি দারুণ খুশি হয়েছিলাম (চোটের অবস্থা জানার পর)।” 

    এর আগে ইসিবির বিবৃতিতে বলা হয়েছিল, “ইংল্যান্ড অধিনায়ক অইন মরগানের বাঁহাতের তর্জনিতে একটা সূক্ষ্ণ চিড় ধরা পড়েছে। সে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে খেলবে না, তবে বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সেরে উঠবে বলে আশা করা হচ্ছে।”

    অবশ্য চোট পাওয়ার পর থেকেই ব্যাপারটা খুব সিরিয়াস নয়, সেটা বুঝতে পেরেছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তাকে সঙ্গেই সঙ্গেই হাসপাতালে পাঠানো হয়নি, এক্স-রে করতে ইংল্যান্ড অধিনায়ক গিয়েছিলেন শুক্রবার বিকেলে। এর আগে মিডলসেক্সের হয়ে ফিল্ডিংয়ের সময় ডানহাতের অনামিকায় চোট পেয়েছিলেন তিনি, যার কারণে মাঠের বাইরে ছিলেন দশদিন। তবে এবার চোটটা একটু গড়বড় করার সম্ভাবনা ছিল বেশিই, বাঁহাতি মরগানের চোটটা এবার তার ব্যাটিং-হ্যান্ডেই। 

     

     

    অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে মরগানের মতো বিশ্রামে থাকবেন লেগস্পিনার আদিল রশিদও। কাঁধের চোটের কারণে সতর্কতাস্বরূপ খেলানো হবে না তাকে। আর মরগানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জস বাটলার। 

    বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৩০ মে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর তাদের আরেকটি প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ২৭ মে।