বিশ্বকাপেই শেষ আর্থার-ইনজামামের?
দুইজনের চুক্তির মেয়াদ শেষ হতো ইংল্যান্ড বিশ্বকাপের পর। পাকিস্তান কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের সাথে হয়ত সম্পর্কটা ছিন্ন করতে যাচ্ছে পিসিবি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, বিশ্বকাপের পর আর তাদের সাথে চুক্তি নবায়ন করবে না পিসিবি। ফলে এই বিশ্বকাপেই সরফরাজ আহমেদদের সাথে শেষবারের মতো দেখা যাবে আর্থার-ইনজামাম জুটিকে।
আগামী জুলাইয়ে আর্থার ও ইনজামামের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে পিসিবির। বোর্ডের এক কর্মকর্তা পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, কোচ ও প্রধান নির্বাচক বদলের সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মনি, ‘বিশ্বকাপের আগে খুব অল্প সময় থাকায় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা এখনই নিতে চাননি চেয়ারম্যান। তবে তিনি ও বোর্ড পরিচালক ওয়াসিম খান কোচ আর্থার ও নির্বাচক ইনজামামের বেশ কিছু সিদ্ধান্তে নারাজ। এজন্যই তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে না। আর্থারকে এই ব্যাপারে বোর্ডের কাছে জানতে চেয়েছিলেন, তাঁকে বলা হয়েছে আপাতত বিশ্বকাপেই মনোযোগ দিতে।’
ইনজামামের জায়গায় প্রধান নির্বাচক হতে পারেন আমির সোহেল, তিনি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন। তবে নতুন কোচ কে হবেন সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন সেই কর্মকর্তা, ‘সোহেল পরবর্তী প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। ওয়াসিম এই সিদ্ধান্তটা চূড়ান্ত করে জানাবেন। কোচ কে হচ্ছেন সেটা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে।’
২০১৬ সাল থেকে পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করছেন আর্থার। একই সময় ধরে প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন ইনজামাম।