• লা লিগা
  • " />

     

    ভালভার্দেকে ছাঁটাইয়ের গুজব থামিয়ে দিলেন বার্সা প্রেসিডেন্ট

    ভালভার্দেকে ছাঁটাইয়ের গুজব থামিয়ে দিলেন বার্সা প্রেসিডেন্ট    

    গতকাল মঙ্গলবার প্রায় পুরোদিন জুড়েই গুঞ্জন ছিল ছাঁটাই হতে যাচ্ছেন বার্সেলোনা ম্যানেজার এর্নেস্তো ভালভার্দে। নতুন ম্যানেজারের নামও শোনা গিয়েছিল তখন। কিন্তু মঙ্গলবার জরুরি বৈঠক শেষে ভালভার্দেকে রেখে দেওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছে বার্সা বোর্ড। প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ নিজেই জানিয়েছেন এই খবর।



    বার্তোমেউয়ের কাছের একজন নিশ্চিত করেছেন, বোর্ড মিটিংয়ে অনেকেই ভালভার্দেকে বরখাস্ত করার পক্ষে ছিলেন। কিন্তু বাকিদের চেয়ে ক্ষমতা বেশি হওয়ায় শেষ পর্যন্ত বার্তোমেউয়ের সিদ্ধান্তই টিকে গেছে। কোপা ডেল রের ফাইনালের আগেও বার্তোমেউ ভালভার্দেকে বার্সা ম্যানেজার হিসেবে রেখে দেওয়ার ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সাক্ষাৎকারে। লিওনেল মেসি, জেরার্ড পিকেদের মতো সিনিয়র ফুটবলাররাও সরাসরি ভালভার্দের পক্ষে কথা বলেছেন বিভিন্ন সময়ে।

    এই মাসের শুরুর দিকে লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ৪-৩ গোলে হারার পর কড়া সমালচোনার মুখে পড়তে হয় ভালভার্দেকে। গতবার রোমার বিপক্ষেও চ্যাম্পিয়নস লিগ থেকে একইভাবে বিদায় নিয়েছিল বার্সেলোনা। টানা দুই বছর লা লিগা জিতলেও তাই চ্যাম্পিয়নস লিগের ওই দুই হারই জ্বলজ্বল করছিল ভালভার্দের পাশে। আর সবশেষ কোপা ডেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হার ভালভার্দের বিদায়ের শঙ্কা বাড়িয়ে দিয়েছিল আরও। শেষ পর্যন্ত অবশ্য আরও এক মৌসুমের জন্য টিকে গেলেন তিনি।

     

     

    এই মুহুর্তে স্পেনের বাইরে ছুটি কাটাচ্ছেন ভালভার্দে। তিনি অবশ্য কখনই নিজে থেকে সরে দাঁড়াতে চাননি। ভালভার্দেকে রেখে দেওয়ার সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে তার স্ত্রীর মাধ্যমে। তবে ম্যানেজার বদল না হলেও পরের মৌসুমে দলবদলে বড় পরিবর্তন আসতে পারে বার্সায়। সেরকম ইঙ্গিত দিয়েছেন বার্তোমেউ। 

    সূত্রঃ ইএসপিএন এফসি