ব্যাটিং সহায়ক পিচকেও ভয় পান না হাসান
বিশ্বকাপে যে ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পাবেন, সেটা ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বেশ ভালমতোই বুঝে গেছেন তিনি। পাকিস্তান পেসার হাসান আলি অবশ্য বিশ্বকাপের সময় ব্যাটিং সহায়ক পিচ নিয়ে খুব একটা চিন্তিত নন। ট্রেন্টব্রিজে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে হাসান বলছেন, পিচ যেমনই হোক, উইকেট নিয়েই তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে চান।
২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বড় ভূমিকা ছিল হাসানের। ১৩ উইকেট নিয়ে তিনিই ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তবে কিছুদিন আগে হয়ে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে অনেকটাই বিবর্ণ ছিল তার বোলিং। চার ম্যাচে ২৬৩ রান দিয়ে তিনি নিয়েছেন মাত্র তিন উইকেট।
হাসানের বিশ্বাস, দ্বিপাক্ষিক সিরিজে ভালো না করলেও বিশ্বকাপে ঠিকই আগের রূপে ফিরবেন, ‘আধুনিক ক্রিকেট যে অবস্থায় দাঁড়িয়েছে, সেখানে বোলারদের বুঝতে হবে উইকেট নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিপক্ষের উইকেট নিলেই আপনি ম্যাচ জিততে পারবেন। আমি জানি দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে খুব বেশি উইকেট নিতে পারিনি। কিন্তু বোলিং কোচ আযহার মাহমুদের সাথে কঠোর পরিশ্রম করছি এই ব্যাপারে। ছন্দ ফিরে পেলে পিচ যেমনই হোক না কেন, উইকেট আসবেই।’
চার ম্যাচেই পাকিস্তানের বোলারদের তুলধুনো করে ৩০০ রানের ওপরে তুলেছিলেন মরগান-বাটলাররা। হাসান তবুও মানছেন, বিশ্বকাপে বোলাররাই পাকিস্তানের মূল শক্তি, ‘আমরা জানি বোলিংটাই আমাদের মূল শক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা ভালো করতে পারছি না। ওয়াহাব ও আমিরের মতো অভিজ্ঞ দুইজন বোলার স্কোয়াডে ফিরেছে। এখন আমাদের বোলিং লাইনআপ পূর্ণশক্তি পেয়েছে।’
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।