প্রথম ম্যাচই মিস করবেন আমির?
এত নাটকের পর বিশ্বকাপে সুযোগ পেয়েছেন তিনি। সেই মোহাম্মদ আমিরই হয়ত পাকিস্তানের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, আমির নিজেই কোচ মিকি আর্থারকে জানিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকালের ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন। তাই কালকের ম্যাচে আমিরকে ছাড়াই মাঠে নামতে পারে সরফরাজ আহমেদের দল।
বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন না আমির। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাঁকে দলে রাখা হয়েছিল, সেখানে ভালো করলেই পাবেন বিশ্বকাপের টিকেট, কথা ছিল এমনটাই। সফরের প্রথম ম্যাচটা ভেসে যায় বৃষ্টিতে, আমির সেদিনই বোলিংই পাননি। এরপরই আসে সেই দুঃসংবাদটি, জলবসন্তে আক্রান্ত হয়ে সিরিজের বাকি চার ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। বিশ্বকাপে খেলা নিয়েও দেখা দেয় সংশয়। তবে শেষ পর্যন্ত আমিরকে বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াডে জায়গা করে দেন নির্বাচকরা।
চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিলেও এখনো জলবসন্তের প্রভাব থেকে পুরোপুরি বের হতে পারেননি আমির। আগামীকাল ট্রেন্টব্রিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম ম্যাচের আগে শতভাগ সুস্থ নন তিনি, আমির নিজেই আর্থার ও টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন এটা।
বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে যেন নির্বিঘ্নে খেলতে পারেন আমির, এজন্যই পূর্ণ সুস্থ হওয়ার জন্য তাঁকে আরও কিছুদিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্থার। তারা আশা করছেন, ৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেই খেলতে পারবেন আমির।