• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    টিভিতে বিশ্বকাপ দেখতে পারছেন না ফিঞ্চরা, ভরসা আইপ্যাড

    টিভিতে বিশ্বকাপ দেখতে পারছেন না ফিঞ্চরা, ভরসা আইপ্যাড    

    আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ শনিবার। বৃহস্পতিবার ব্রিস্টলে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। টিম হোটেলে ওঠার পর ফিঞ্চরা ভাবলেন ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকার ম্যাচটা টিভিতে একটু দেখা যাক। কিন্তু সবিস্ময়ে আবিষ্কার করলেন, টিভিতে খেলার চ্যানেলই নেই! হোটেল কর্তৃপক্ষ অবশ্য আইপ্যাডে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে তাদের। আপাতত সেখানেই কাজ চালাতে হচ্ছে।

    বিশ্বকাপের ম্যাচগুলো ইংল্যান্ডে প্রচারের স্বত্ব পেয়েছে স্কাই স্পোর্টস। টিভিতে স্কাইয়ের সাবক্রিপশন না থাকলে বিশ্বকাপ দেখা যাচ্ছে না। তবে ব্রিস্টলের হোটেলে সেইই ব্যবস্থা ছিল না। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সবার জন্য বিশেষ একটা সাবস্ক্রিপশন ভাউচারের ব্যবস্থা করা হয়েছে। যেটি দিয়ে তারা নিজেদের আইপ্যাডে সরাসরি স্কাইতেই খেলা দেখতে পারবেন।

     

     

    অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের জন্য একদিকে অবশ্য ভালোই হয়েছে। গলফ খেলতে গিয়েছিলেন, সেখানে আইপ্যাডে ফাঁকে ফাঁকে খেলা দেখতে পেরেছেন।