• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম, চিড় ধরা পড়েনি

    হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম, চিড় ধরা পড়েনি    

     

    মাশরাফি বিন মুর্তজা, সাইফ উদ্দিনের চোটের সমস্যা আছে কিছুটা। এর মধ্যে আজ আবার ওভালে নতুন একটা দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাঁ হাতে চোট পেয়ে অনুশীলন ছেড়ে উঠে গেছেন তামিম ইকবাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি তামিমের চোট কতটা গুরুতর বা আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার মতো কি না।

     

     

     

    ব্যাটিং অনুশীলন করার সময়েই তামিম চোট পেয়েছেন হাতে। সঙ্গে সঙ্গেই উঠে গেছেন মাঠ থেকে। পরে সংবাদ সম্মেলনে কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, পরীক্ষা নিরীক্ষার আগে বোঝার উপায় নেই তামিমের চোট কতটা গুরুতর। বিসিবি সূত্র থেকে জানানো হয়েছে, আজ রাতে বাঁ হাতের কব্জিতে এক্সরে করানো হবে তামিমের। এর পরেই জানা যাবে আসল অবস্থা।

     

     

    নিয়তিই বটে, এই বাঁ হাতেই তামিম চোট পেয়েছিলেন এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে। লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে, এরপর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত নামতে পারেননি আর। বাংলাদেশ আশা করবে, গুরুতর কিছু হয়নি তাঁর।  


    আপডেটঃ  বিসিবি জানিয়েছে, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এক্সরে করা হয়েছিল তামিমের বাঁ হাতের কব্জির নিচে। সেখানে হাড়ে কোনো চির ধরা পড়েনি। কাল আরেকবার পরীক্ষা করা হবে তাঁর, এরপর জানা যাবে রোব বার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামতে পারবেন কি না।


    ছবি: বিসিবি