'অপরিপক্ব' কোহলি স্লেজিং সহ্য করতে পারেন না: রাবাদা
মাঠে বিরাট কোহলি বরাবরই বেশ আক্রমণাত্মক। কিন্তু প্রতিপক্ষের কেউ যখন তাঁকে স্লেজিং করে, তখন তাঁর অভিব্যক্তিটা কেমন হয়? ইএসপিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা বলছেন, খেলার মাঠে কোহলি যথেষ্ট ‘অপরিপক্ব’; নিজে স্লেজিং করতে পছন্দ করলেও কোহলিকে কেউ কিছু বললে সেটা মেনে নিতে পারেন না তিনি।
এবারের আইপিএলে বেঙ্গালুরু-দিল্লির ম্যাচে তর্ক লেগেছিল রাবাদা-কোহলির মাঝে। রাবাদাকে চার মারার পর কিছু কথা বলেছিলেন কোহলি, সেটার জবাবও দিয়েছিলেন রাবাদা। তবে রাবাদার জবাবে একটু বেশি চটেছিলেন কোহলি। রাবাদা জানালেন, সেই ম্যাচেই তিনি বুঝতে পেরেছিলেন, কোহলি প্রতিপক্ষের স্লেজিং মানতে পারেন না, ‘আমি তো শুধু ম্যাচের পরিকল্পনা নিয়েই ভাবছিলাম। আমাকে চার মারার পর কোহলি কিছু কথা বলে। তাঁকে সেটার জবাব দিলেই সে ক্ষেপে যায়। আমি আসলে বুঝতে পারছিলাম না এটা কেন হলো! তার আচরণ খুবই অপরিপক্বের মতো লেগেছিল। সে অবিশ্বাস্য একজন ব্যাটসম্যান, কিন্তু প্রতিপক্ষের স্লেজিং মানতে পারে না।'
ওই ঘটনার পর রাবাদা ভেবেছিলেন, কোহলি হয়ত সবসময়ই এমন ‘রাগি মুডে’ থাকেন, ‘সে খুবই রেগে গিয়েছিল। আমি তো পরে হোটেলে এসে ভেবেছিলাম, সে কি সবসময় এভাবে রেগে থাকে? রেগে থাকলেই কি তার ব্যাটিং ভালো হয়? এরপর নিজের কথা ভাবলাম, আমি কখনোই এভাবে রেগে যাই না।’
কেউ স্লেজিং করলে সেটা আরো বেশি উজ্জীবিত করে রাবাদাকে, ‘কেউ কিছু বললে তো আমি আরো উজ্জীবিত হই! কেউ আমাকে যদি বলে, সে আমাকে চার-ছয় মারবে, তাহলে আমি এটার জবাব বল হাতেই দেওয়ার চেষ্টা করি।’
৫ জুন সাউদাম্পটনে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। রাবাদার এমন কথার পর কোহলির সাথে তার লড়াইটা হয়ত আরেকটু বেশিই জমবে!