ভারতের বিপক্ষে নেই এনগিদি,সংশয়ে আমলা-স্টেইনও
ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছেও ধরাশায়ী। বিশ্বকাপের শুরুতেই টানা দুই ম্যাচের হারে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। আগে থেকেই হাশিম আমলা ও ডেল স্টেইনের ইনজুরিতে দুশ্চিন্তায় ছিল প্রোটিয়ারা। এবার যোগ হলো পেসার লুঙ্গি এনগিদির ইনজুরিও। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
গতকাল ওভালে মাত্র চার ওভার বোলিং করেছেন এনগিদি। এরপরই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার, মাঠ ছেড়েছেন সেই ব্যথা নিয়েই। পরবর্তীতে আর বোলিং করেননি। ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা দলের ডাক্তার মোহাম্মদ মোসাজি জানিয়েছেন, এনগিদির ফিরতে সাত থেকে দশদিন সময় লাগতে পারে, ‘বোলিংয়ের সময় তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব হচ্ছিল। তাঁকে এক সপ্তাহ থেকে ১০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হবে। সোমবার তার পায়ের স্ক্যান করা হবে। সে নিশ্চিতভাবে ভারতের বিপক্ষে খেলছে না, আশা করা যাচ্ছে সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিরবে।’
১০ জুন সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এদিকে এনগিদি ভারতের বিপক্ষে খেলতে না পারলেও সেই ম্যাচে আমলার খেলার ব্যাপারে আশাবাদী প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জফরা আর্চারের বাউন্সার আমলার হেলমেটে আঘাত করেছিল। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল, তাই খেলানো হয়নি বাংলাদেশের বিপক্ষে।
মোসাজির আশা, ভারতের বিপক্ষে ফিরবেন আমলা, ‘তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সে স্বাভাবিকভাবে ব্যাটিং করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।’ আমলার পাশাপাশি স্টেইন ওই ম্যাচে ফিরবেন কিনা, সেটা নিয়ে কিছু জানাননি তিনি।