কোহলির বোলিং নিয়ে হাসি ঠাট্টা করেন সতীর্থরা!
গত দশ বছরে বল হাতে তাঁকে কালেভদ্রেই দেখা গেছে। বোলিংয়ে যে বিরাট কোহলি খুব একটা কার্যকরী না, সেটা বুঝা যায় তাঁর পরিসংখ্যানেই। কোহলি অবশ্য তাঁর ব্যাটিংয়ের মতো বোলিং নিয়েও সমান মনোযোগী। স্টার স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, বোলিং করতে চাইলেও দলের অন্যরা সেটা নিয়ে হাসি ঠাট্টা করে বলেই বোলিং করেন না তিনি!
ওয়ানডেতে সব মিলিয়ে কোহলি করেছেন ৬৪১ বল, ৬৬৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। টি-টোয়েন্টিতেও তাঁর আছে চার উইকেট। টেস্টে ১৬৩ বল করলেও উইকেটের দেখা পাননি তিনি। ক্যারিয়ারের শুরুতে মাঝে সাজে বোলিংয়ে এলেও গত দুই বছরে একদমই বল হাতে নিতে দেখা যায়নি তাঁকে।
কোহলির কি তাহলে বোলিংয়ের প্রতি আগ্রহ উঠে গেছে? ব্যাপারটা আসলে সেটা নয়। কোহলি নিজেই জানালেন, তিনি বোলিং করতে চাইলে সতীর্থরা হতবাক হয়ে যায়, ‘২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আমরা সবই জিতে গিয়েছিলাম। ধোনিকে একবার বললাম আমি বোলিং করতে চাই। বোলিং করার প্রস্তুতি নেবো, ঠিক এই সময় বাউন্ডারি লাইন থেকে বুমরাহ চিৎকার করে বলে, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, এখানে এমন মজা করছেন কেন?’ কেউই বিশ্বাস করেন না আমি বোলিং করতে পারব! এরপর এসব কারণে বোলিংটা আর করা হয়নি। এরসাথে পিঠের ইনজুরিও যোগ হয়েছে।’
বিশ্বকাপের আগে অনুশীলনে কোহলিকে নতুন অ্যাকশনে বোলিং করতে দেখা গেছে। মিডিয়াম পেসার থেকে এখন কোহলি অনেকটাই অফস্পিনার! কোহলি আরও জানিয়েছেন, মিডিয়াম পেসার হয়েছিলেন জিমি অ্যান্ডারসনের বোলিং থেকে অনুপ্রাণিত হয়েই, ‘একাডেমীর দিনগুলোতে আমি অ্যান্ডারসনকে অনুসরণ করতাম। যখন তাঁর সাথে খেলার সুযোগ হয়েছিল, তখন এসব গল্প বলেছি। আমরা দুজন অনেকক্ষণ হেসেছি এসব নিয়ে।’