নভেম্বরে ইডেন গার্ডেনসে টেস্ট খেলবে বাংলাদেশ
এখন পর্যন্ত ভারতের মাঠে একটাই টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালে হায়দরাবাদের একটি টেস্ট ছাড়া আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। এই বছর নভেম্বরে ভারতের বিপক্ষে একটি সফর হওয়ার কথা ছিল এফটিপিতে। আজ সেই সফরের সূচি জানিয়েছে বিসিসিআই। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, একটি টেস্ট হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে।
৩ নভেম্বর দিল্লীতে টি-টোয়েন্টি দিয়ে শুরু সিরিজের প্রথম ম্যাচ। এরপর রাজকোট ও নাগপুরে হবে পরের দুইটি টি-টোয়েন্টি। ১৪ নভেম্বর থেকে ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। আর ২২ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে ইডেন গার্ডেনে।
কলকাতার এই মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছিল দুই ম্যাচে। ইডেনে ওয়ানডে খেলার অভিজ্ঞতা একবারই হয়েছে বাংলাদেশের। ১৯৯০ সালে সেই ম্যাচটি ছিল শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপে। সেটি হারলেও বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছিলেন আতাহার আলী খান।
এই বছর অবশ্য এমনিতেই ঠাসা সূচি থাকার কথা বাংলাদেশের। বিশ্বকাপের পর জুলাইতে তিনটি ওয়ানডে খেলতে শ্রীলংকা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর আসার কথা অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। তারপর নভেম্বরে আছে ভারত সিরিজ, এরপর বিপিএল।
পূর্ণাঙ্গ সূচি
৩ নভেম্বর, ১ম টি-টোয়েন্টি , দিল্লী
৭ নভেম্বর, ২য় টি-টোয়েন্টি, রাজকোট
১০ নভেম্বর, ৩য় টি-টোয়েন্টি, নাগপুর
১৪-১৮ নভেম্বর, ১ম টেস্ট, ইন্দোর
২২-২৬ নভেম্বর, ২য় টেস্ট, কলকাতা